ফাইটার থেকে পুষ্পা, ২০২৪ সালে মুক্তি পাবে কোন কোন সিনেমা? একঝলকে দেখেনিন তালিকা

২০২৩ সালের শেষে এসে, নতুন বছরের অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব। চলতি বছরে বলিউড, হলিউড, দক্ষিণী ইন্ডাস্ট্রির বেশ কিছু সিনেমা বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। ২০২৪ সালেও সেই ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে বেশ কিছু বিগ বাজেট ফিল্ম।

আগামী বছরের ১২ জানুয়ারি মুক্তি পাবে ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি অভিনীত ‘মেরি ক্রিসমাস’। রহস্য রোমাঞ্চে ভরা এই সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রীরাম রাঘবন।

একই মাসের ২৫ তারিখে মুক্তি পাবে ঋত্বিক রোশন এবং দীপিকা পাডুকোন অভিনীত ‘ফাইটার’। এই সিনেমাটিতে দুজনেই অ্যাকশনে মোড়া চরিত্রে অভিনয় করবেন।

১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ডাকোটা জনসন অভিনীত ‘মাদাম ওয়েব’। এই সিনেমার হাত ধরেই মার্ভেল ইউনিভার্সে প্রবেশ করবেন ডাকোটা।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ড্যুন’ সিনেমাটির দ্বিতীয় পর্ব ‘ড্যুন: পার্ট টু’ মুক্তি পাবে ১ মার্চ। এই সিনেমাটিতে অভিনয় করবেন টিমোথি চালামেট, রেবেকা ফার্গুসন, জোশ ব্রোলিন, জেন্ডায়া এবং খাভিয়ের বারডেম।

২৪ মে মুক্তি পাবে ‘প্ল্যানেট অফ এপস’ ফ্রাঞ্চাইসির চতুর্থ সিনেমা ‘কিংডম অফ দ্য প্ল্যানেট অফ এপস’।

২৬ জুলাই মুক্তি পাবে সুপারহিরো গল্পভিত্তিক সিনেমা ‘ডেডপুল ৩’। এই সিনেমায় ওয়েড উইলসন এবং উলভারিন একসঙ্গে অভিনয় করবেন।

অক্টোবর মাসে মুক্তি পাবে ‘জোকার: ফোলি অ্যা ডেউক্স’। এই সিনেমায় হোয়াকিন ফিনিক্স এবং লেডি গাগা একসঙ্গে অভিনয় করবেন।

১৫ আগস্ট মুক্তি পাবে দক্ষিণী সিনেমার জনপ্রিয় সিরিজ ‘পুষ্পা’-র দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’।

এছাড়াও, ২০২৪ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে কমল হাসান অভিনীত ‘কালকি 2898 AD’, ‘ইন্ডিয়ান 2’ এবং ‘সিংঘম অ্যাগেইন’।

এই সিনেমাগুলোর মুক্তির দিন এখনো ঘোষণা করা হয়নি। তবে, এত বড় বাজেটের সিনেমাগুলোর জন্য দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।