ফিটনেস অসচেতন হলে যেমন হতেন শাহরুখ-সালমানরা, দেখেনিন একঝলকে

সামাজিক যোগযোগ মাধ্যমে প্রায়ই দেখা যায় আলোচিত প্রযুক্তি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) মাধ্যমে অনেক তারকার ছবি। যেখানে ভিন্ন ভিন্ন লুকে দর্শকরা তাদের প্রিয় তারকাদের দেখতে পান। শুধু তারকাই নন বরং বিভিন্ন জায়গাকেও নতুনভাবে দেখা যায়।

সম্প্রতি এআই মাধ্যম ব্যাবহার করে সালমান, শাহরুখ, জন ব্রাহাম সহ আরো বেশ কয়েকজন তারকার ছবি নির্মিত হয়েছে। যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কিছু গ্রুপে ভাইরাল হয়েছে। জনপ্রিয় এই নায়কদের ফিট বডিকে মোটা করে ছবি প্রকাশ পেয়েছে। যেখানে কাউকে শার্ট, কাউকে পাঞ্জাবিতে দেখা গিয়েছে। আর ক্যাপশনে দেয়া হয়েছে, ফিটনেস সচেতন তারকারা যদি ফিটনেস অচেতন হতেন।

এআই মাধ্যমে নির্মিত বলিউড বাদশাহ শাহরুখকে দেখলে যে কেউ প্রথমে চমকে যাবেন। সাদা শার্ট, হাতে ঘড়ি পড়া শাহরুখকে দেখা গিয়েছে বেশ মোটা শরীরে। বাদ যায়নি সালমান খান, জন ব্রাহাম, হৃতিক, সোনু সুদ, রণবীর সিং সহ আরো বেশ কিছু নায়কদের।