ফের বিয়ের পিঁড়িতে আরবাজ, যা করলেন মালাইকা আরোরা

অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের ৬ বছর পর ফের বিয়ে করলেন বলিউড অভিনেতা সালমান খানের বড় ভাই আরবাজ খান। মেকআপ আর্টিস্ট শুরা খানের গলায় মালা দিয়েছেন আরবাজ খান।
রোববার সালমান খানের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে বসেছিল এ বিয়ের আসর। যেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা।

বাবার বিয়েতে এসেছিলেন আরবাজ-মালাইকাপুত্র আরহান খান। আরো ছিলেন- আরবাজের বাবা-মা সেলিম খান ও সালমা খান, ভাই সোহেল খান, সালমান খান, ঋদ্ধিমা পণ্ডিত, ইউলিয়া ভানটুর, সোহা আলী খানসহ পরিবারের ঘনিষ্ঠরা।

এদিকে প্রাক্তন স্বামীর বিয়ের দিন মন খারাপের ছিটেফোঁটাও দেখা যায়নি মালাইকা অরোরার মাঝে। এদিন ইনস্টাগ্রামে একাধিক পোস্ট দিয়েছেন অভিনেত্রী, যেখানে আরবাজ সম্পৃক্ত কিছুই ছিল না। বরং বড়দিন উযদাপনের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটিয়েছেন মালাইকা।

অভিনেত্রী বর্তমানে ভারতে রয়েছেন কি না সেটা নিয়েও রয়েছে প্রশ্ন। কারণ রোববার সকাল থেকেই মালাইকা সামাজিক মাধ্যমে যেসব ছবি শেয়ার করেছেন, সবই ভারতের বাইরে কোথাও তুলেছেন বলেই মনে করছেন নেটিজেনরা।

রোববার রাত পর্যন্ত আরবাজের বিয়ে নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি তার প্রাক্তন স্ত্রীকে। তার সব ব্যস্ততা যেন বড়দিনের উদযাপনকে ঘিরে।

২০১৭ সালে মালাইকা আরোরার সঙ্গে প্রায় ১৯ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদে টানেন আরবাজ খান। এরপর থেকে অর্জুন কাপুর্বের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। অন্যদিকে জর্জিয়া নামে এক মডেলের সঙ্গে বেশ কিছুদিনের সম্পর্কের পর শুরা খানকে বিয়ে করেন আরবাজ।