‘বলিউড সিনেমা যখন টাকা খরচ করে দেখব তখন…’, প্রধান কাবুলিওয়ালা মুক্তির আগেই যা লিখলেন অঙ্কুশ!

বড়দিনের ছুটিতে বাংলা সিনেমার দর্শকদের জন্য এক ভিন্নরকম মেলা বসেছে। একদিকে শাহরুখ খানের ডাঙ্কি এবং প্রভাসের সালার, অন্যদিকে বাংলায় আসছে কাবুলিওয়ালা এবং প্রধান। এই চারটি ছবিই বক্স অফিসে কাঁটায় কাঁটায় লড়াই করবে বলে মনে হচ্ছে।

এই দুই বাংলা ছবির জন্য বিশেষ বার্তা দিয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। তিনি লিখেছেন, “অনেক অনেক শুভকামনা রইল এই দুটো অসাধারণ বাংলা ছবির জন্য। এই দুটো ছবি আমি প্রিমিয়ারে না, নিজের পকেটের টাকা খরচা করে সিনেমা হলে দর্শকদের মাঝে বসে দেখব। আসলে আমরা বাংলার সেলিব্রিটিরাও বেশিরভাগ পকেটের টাকাটা অন্য ভাষার ছবির জন্য খরচা করি, কারণ বাংলা ছবিগুলোতে প্রিমিয়ারের ডাক পড়ে, তো তাই ফ্রিতেই দেখা হয়ে যায়।”

অঙ্কুশ আরও লিখেছেন, “অন্যদিকে রাজকুমার হিরানি, শাহরুখ খান, প্রভাসের কাজ যখন পয়সা খরচ করে দেখতে যাব তখন দেব, মিঠুন চক্রবর্তী, সোহম, মমতা শঙ্কর, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ, অভিজিতের ছবিও টাকা খরচ করেই দেখব। আমার সকল প্রিয় মানুষগুলোকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।”

অঙ্কুশের এই পোস্টে অনেকেই তাকে বাহবা দিয়েছেন। এক ব্যক্তি লিখেছেন, “তোমার এই গুণটা খুব ভালো লাগে দাদা। অন্যের কাজকে তুমি এভাবেই সাপোর্ট করো।” আরেকজন লেখেছেন, “দারুণ বলেছ দাদা কথাটা।” কেউ আবার লেখেন, “আপনার মির্জার জন্য অপেক্ষা করে আছি। জলদি সেই ছবিকে নিয়ে আসুন।”

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

অঙ্কুশের এই বার্তাটি বাংলা সিনেমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি একজন জনপ্রিয় অভিনেতা, তার কথার অনেক গুরুত্ব আছে। অঙ্কুশের এই বার্তা থেকে বাংলা সিনেমার দর্শকরা অনুপ্রাণিত হবেন এবং তারা বাংলা ছবি দেখতে হলে প্রিমিয়ারে না গিয়ে সিনেমা হলে গিয়ে দেখবেন। এতে বাংলা সিনেমার প্রচার-প্রসার হবে এবং বাংলা সিনেমা আরও বেশি জনপ্রিয় হবে।

অঙ্কুশের এই বার্তা বাংলা সিনেমার ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক লক্ষণ। এতে বাংলা সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ বাড়বে এবং বাংলা সিনেমা আরও বেশি সাফল্য পাবে।