টেকেনি ৩টে বিয়ে, ফের ‘সিঙ্গল থেকে মিঙ্গল’ শ্রাবন্তী! জেনেনিন নতুন প্রেমিকের পরিচয়!

হ্যাঁ, ফের “সিঙ্গল থেকে মিঙ্গল” হয়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার নতুন প্রেমিক হলেন তার আগামী ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র।

গত কয়েক মাস ধরেই শ্রাবন্তী ও শুভ্রজিতের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি তারা একসাথে বেঙ্গালুরুতে একটি চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন। সেখানে তাদের একসঙ্গে ঘুরে বেড়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়।

<p>শ্রাবন্তী-শুভ্রজিৎ</p>

শ্রাবন্তী ও শুভ্রজিৎ দুজনেই এই সম্পর্কের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি। তবে তাদের ঘনিষ্ঠজনরা জানান, তারা বেশ কিছুদিন ধরেই একে অপরকে ভালোবেসে আসছেন। তারা খুব শীঘ্রই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনবেন।

শ্রাবন্তী এর আগে তিনবার বিয়ে করেছেন। প্রথমে তিনি পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন। এরপর তিনি মডেল কৃষ্ণব্রজকে বিয়ে করেন। সবশেষে তিনি জিম ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন। তবে এই তিনটি বিয়েই টেকেনি।