ভাতকাপড় দিতে গিয়ে দর্শনার পা ছুঁয়ে প্রণাম! সৌরভকে সেরা স্বামী বললো নেটিজেনরা

গত ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস এবং অভিনেত্রী দর্শনা বণিক। বিয়ের পরদিন শনিবার নববধূকে নিয়ে শ্বশুরবাড়ি যান সৌরভ। রবিবার দর্শনার ভাতকাপড় অনুষ্ঠানে সৌরভের একটি আচরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী, ভাতকাপড় অনুষ্ঠানে বরের পা ছুঁয়ে প্রণাম করেন নববধূ। কিন্তু এই অনুষ্ঠানে দর্শনা বরের পা ছুঁয়ে প্রণাম করার পর, সৌরভও স্ত্রীয়ের পা ছুঁয়ে প্রণাম করেন। এই আচরণ দেখে উপস্থিত সকলেই চমকে ওঠেন।

সৌরভের এই আচরণে নববধূ দর্শনাও লজ্জায় লাল হয়ে যান। এরপর সৌরভ দর্শনাকে বুকে টেনে নেন। এই দৃশ্য দেখে সকলের মনেই ভালোবাসার অনুভূতি জাগে।

সৌরভ-দর্শনার এই ভালোবাসা যেন চিরকাল অটুট থাকে, এমনটাই কামনা করছেন সকলে।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

ঐতিহ্যগতভাবে, ভাতকাপড় অনুষ্ঠানে নববধূ বরকে সম্মান জানাতে তার পা ছুঁয়ে প্রণাম করেন। এই প্রণাম নববধূর স্বামীর প্রতি আনুগত্য এবং শ্রদ্ধাবোধের প্রকাশ। কিন্তু সৌরভের এই আচরণ সেই ঐতিহ্যকে ভেঙে দিয়েছে। তিনি প্রমাণ করেছেন যে, একজন পুরুষও তার স্ত্রীকে সম্মান জানাতে পারে।

সৌরভের এই আচরণ নারী-পুরুষের সমতা এবং পারস্পরিক সম্মানবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি সমাজে নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনেও সহায়ক হতে পারে।