আলিয়ার নোংরামি একেবারেই সহ্য করতে পারি না: রণবীর কাপুর

বলিউড দম্পতিদের মধ্যে অন্যতম রণবীর-আলিয়া। একমাত্র কন্যা রাহাকে নিয়ে বেশ সুখেই আছেন তারা। সামাজিক অনুষ্ঠানগুলোতে বেশ হাসিখুশিভাবে ধরা দেন তারা। সাক্ষাৎকারগুলোতেও একে অন্যের প্রশংসা করেন। এবার যা শোনালেন রণবীর তাতে রীতিমতো নড়েচড়ে বসার কথা। জানালেন, আলিয়ার নোংরামি সহ্য করতে পারেন না তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এক সাক্ষাৎকারে রণবীর বলেন, “আমার স্ত্রী আলিয়া কিন্তু একেবারেই গুছিয়ে থাকার মানুষ নন। তিনি খুবই আগোছালো প্রকৃতির মানুষ। বিশেষ করে বাথরুমে গেলে আমাকে যেতেই হয় ওর পিছু পিছু। কারণ বাথরুম ভীষণ নোংরা করে রাখেন আলিয়া। ব্যবহৃত টিস্য়ু পেপার ফেলে রাখেন যেখানে-সেখানে। তোয়ালে এলোমেলো করে রাখেন। বাকিটা আর বললামই না।”

এরপর ছোট কাপুর বলেন, “আমার ওসিডি (পরিষ্কার করার বাতিক) আছে, তাই আলিয়ার এই নোংরামি একেবারেই সহ্য করতে পারি না। ও বাথরুম থেকে বের হলেই আমি ঢুকে গিয়ে সব পরিষ্কার-পরিচ্ছন্ন করে দিয়ে আসি। মাথার মধ্যে চলতে থাকে, অন্য কেউ বাথরুমে গেলে কী ভাববেন…”

এদিকে আলিয়ার মতে রণবীর দায়িত্ববান মানুষ। তিনি খুবই খেয়াল রাখেন পরিবারের সদস্যদের। বিশেষ করে মা নিতু কাপুর ও স্ত্রী আলিয়া ভাটের। এখন তার পৃথিবী জুড়ে রয়েছে এক বছরের কন্যা রাহা কাপুর। রণবীর নাকি এক মায়ের মতোই রাহাকে আগলে রাখেন। এ কথা বলে মহেশ ভাটও করেছেন জামাতার প্রশংসা।

এই মুহূর্তে সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে রণবীরের সিনেমা ‘অ্যানিমেল’ । পেছনে ফেলেছে একাধিক ছবিকে। ভেঙেছে একের পর এক রেকর্ড। ছবিটি এগিয়েছে বাবা-সন্তানের সম্পর্কের গল্পকে উপজীব্য করে। রণবীর ছবিটির প্রধান আকর্ষণ। অভিনয় দিয়ে দর্শকের মন জয়ের ক্ষেত্রে শতভাগ সফলতা অর্জন করেছেন তিনি। পর্দায় তাকে সঙ্গ দিয়েছেন রাশমিকা মান্দানা। রণবীরের বাবার চরিত্রে দেখা গেছে অনিল কাপুরকে।

২০০ কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। রণবীর, রাশমিকা, অনিল কাপুর, ববি দেওল ছাড়াও অভিনয় করেছেন তৃপ্তি দিমরিসহ আরও অনেকে।