ইনস্টাগ্রামে প্রতি পোস্টের জন্য কত টাকা নেন দক্ষিণী তারকারা? একঝলকে দেখেনিন

সব দেশেই তারকাদের পারিশ্রমিক নিয়ে ভক্তদের একটা বাড়তি আগ্রহ রয়েছে। কে কত পান কিংবা যেকোনো প্রমোশনের জন্য তারকারা কত টাকা চার্জ করেন—সেসব নিয়েই আজকের এই প্রতিবেদন।
দক্ষিণের জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানার সোশ্যালে প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে। এই অভিনেত্রী প্রতি ইন্সটাগ্রাম পোস্টে ২০ থেকে ৩০ লক্ষ টাকা চার্জ করেন। এরপর অভিনেতা বিজয় দেবেরকোন্ডাও সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে প্রচুর অর্থ আয় করেন। খবর অনুযায়ী, তিনি ইন্সটাতে প্রতি পোস্টে ১ থেকে ২ কোটি টাকা পান।
দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রামে লাখো ভক্ত রয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের জন্য কিংবা পোস্টটি শেয়ার করার জন্য প্রায় ১৫ থেকে ২৫ লক্ষ টাকা নেন সামান্থা।
দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু সোশ্যাল মিডিয়া পোস্ট প্রতি ১ থেকে ২ কোটি টাকা চার্জ করেন।অভিনেত্রী কাজল আগরওয়ালের সোশ্যাল মিডিয়ায় ২৬ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। প্রতি ইনস্টাগ্রাম পোস্টে ৫০ লাখ থেকে ১ কোটি টাকা চার্জ করেন তিনি।
পুষ্পা ২ খ্যাত অভিনেতা আল্লু অর্জুনকে দক্ষিণ ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা বলা হয়। একটি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য তিনি ৭-৮ কোটি টাকা চার্জ করেন।