বরফের রাজ্যে দিতিপ্রিয়াকে দেখে চেনা দায়, ছবি প্রকাশ্যে আসতেই উপচে পড়লো কমেন্ট

বরফের রাজ্যে গাল-ঠোঁট লাল হয়ে গেছে টলিপাড়ার নায়িকা দিতিপ্রিয়া রায়ের। সামাজিক মাধ্যমে হঠাৎ তার এমন ছবি দেখে প্রথমে চিনতেই পারেনি কেউ। তাই বিস্মিত অনুরাগীদের অনেকে বলেছেন, ‘আপনাকে তো পুরো বিদেশিদের মতো দেখাচ্ছে’!

জানা গেছে, কাজের ফাঁকে সুযোগ পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন এ অভিনেত্রী। দিতিপ্রিয়ার বেড়াতে যাওয়ার সঙ্গী সব সময়ই তার মা-বাবা। সারা বছর পড়াশোনা, সিনেমা ও ওয়েব সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘বগলামামা যুগ যুগ জিও’। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে। ছবিটি মুক্তির পরই মা-বাবাকে নিয়ে কাশ্মীর উড়ে গেলেন নায়িকা। সেখানে গিয়েই নানা ধরনের ছবি পোস্ট করেন।

হাতে গ্লাভস, কালো রঙের জ্যাকেট, সেই সঙ্গে নামমাত্র মেকআপ— একেবারেই অন্য রূপে দেখা গেল দিতিপ্রিয়াকে। যা দেখে নানা জনের নানা মন্তব্য। এক ভক্ত মন্তব্য করেছেন, আপনাকে তো পুরো বিদেশি মনে হচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

আবার এক জন মন্তব্য করেছেন, আপনি কিন্তু বিদেশে গিয়েই থাকতে পারেন।

কেউ লিখেছেন, দারুণ দেখাচ্ছে কিন্তু।

পড়াশোনা দিতিপ্রিয়ার খুব প্রিয়। অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। স্নাতকের পর উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছা আছে তার।