‘অ্যানিমেল’-এ খোলামেলা দৃশ্যের জন্য কত টাকা পারিশ্রমিক পেলেন তৃপ্তি? জেনেনিন একঝলকে

মাত্র এক দৃশ্য দিয়েই রীতিমতো ট্রেন্ডিংয়ে চলে এসেছেন তৃপ্তি দিমরি। সম্প্রতি মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। তবে রণবীর-রাশমিকা জুটির চেয়ে বেশি চর্চা হয়েছে রণবীরের সঙ্গে তৃপ্তির জুটি নিয়ে।
৩ ঘণ্টা ২১ মিনিটের ছবিতে মাত্র কয়েক মিনিটের জন্যই পর্দায় দেখা গিয়েছে তৃপ্তিকে। সেই কয়েক মিনিটেই নিজের কারিশমা দেখিয়েছেন পর্দার ‘বুলবুল’। রণবীরের সঙ্গে তার একাধিক ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কম জলঘোলা হয়নি। তবে সেই সব সাহসী দৃশ্যে অভিনয় করার জন্য সেই পরিমাণ পারিশ্রমিকও পেয়েছেন তৃপ্তি।
খবর, ‘অ্যানিমেল’ ছবিতে ‘জোয়া’র চরিত্রে অভিনয় করার জন্য ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন তৃপ্তি। যদিও পারিশ্রমিকের এই অঙ্ক নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী নিজে। পারিশ্রমিকের পাশাপাশি ছবির সৌজন্যে বিস্তর প্রচারও পেয়েছেন তৃপ্তি।
‘লায়লা মজনু’, ‘বুলবুল’, ‘কালা’র মতো ছবিতে অভিনয় করার পরে ‘অ্যানিমেল’- সম্পূর্ণ আলাদা ধরনের একটি চরিত্রে দেখা গিয়েছে তাকে। সেই চরিত্রে প্রশংসিত হয়েছে তার কাজও। যদিও রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে তার অভিনয় পছন্দ হয়নি তৃপ্তির পরিবারের সদস্যদের।
অভিনেত্রী জানান, তার মা-বাবা নাকি ওই দৃশ্য দেখে মোটেই খুশি নন। তবে সমালোচক ও দর্শকের শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত তৃপ্তি নিজে।
অন্যদিকে ‘অ্যানিমেল’-এর নায়িকা হিসাবে তৃপ্তির প্রায় ১০ গুণ বেশি পারিশ্রমিক নিয়েছেন রাশমিকা। শোনা যাচ্ছে, ছবির জন্য তার পারিশ্রমিক ছিল ৪ কোটি টাকা । রণবীরের পারিশ্রমিক যদিও এ ক্ষেত্রে সবচেয়ে বেশি। রাশমিকার প্রায় ১০ গুণ পারিশ্রমিক আগেই পেয়েছিলেন রণবীর, যা প্রায় ৪০ কোটি টাকা । তার পরেও ছবির বাণিজ্যিক সাফল্যের লভ্যাংশ পেতে চলেছেন তিনি।
ভারতীয় বক্স অফিস থেকেই এখনও পর্যন্ত ৫০০ কোটিরও বেশি আয় করেছে ‘অ্যানিমেল’। ফলে রণবীরের ঝুলিতে যে আরও কয়েক কোটি টাকা আসতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।