চার হাত এক হতে চলেছে সৌরভ-দর্শনার, বিয়ের কার্ডের ডিজাইনে বিশেষ চমক!

টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস ও দর্শনা বনিকের বিয়ে আগামী ১৫ ডিসেম্বর শুক্রবার। বিয়ের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে তাদের ভক্তদের উৎসাহ।

বিয়ের সাজে কী থাকছে, তা নিয়ে ভক্তদের কৌতূহল ছিল। সম্প্রতি দর্শনা নিজেই তাদের ওয়েডিং কার্ডের একটি ছোট্ট ক্লিপিং পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, বর-বউয়ের অবয়ব যারা পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন। বরের পরনে সাদা পঞ্জাবি, লাল প্যান্ট। আর লাল টুকটুকে বেনারসীতে কনের সাজে নববধূ। খোঁপায় ফুলের মালা। উল্লেখ্য, শাড়ির আঁচলে সোনালি জরির কাজ।

বিয়ের দিন দর্শনা রুপোর উপর সোনার জল করা জরির কাজের লাল বেনারসী পরবেন। আর সৌরভের থাকছে সাদা ধুতি পঞ্জাবির সঙ্গে লাল শাল। বিয়ের সাজের আদলেই তৈরি হয়েছে ওয়েডিং কার্ড।

wedding card

১৫ ডিসেম্বর ব্যাচেলর লাইফে পড়বে ইতি। তার আগে চলছে আইবুড়ো ভাত পর্ব। নীল-তৃণার বাড়িতে জমিয়ে আইবুড়ো ভাত খেলেন সৌরভ-দর্শনা। টোপর মাথায় হবু বর আর মুকুট পরে খাওয়ার টেবিলে বসে ব্রাইড টু বি দর্শনা বনিক। প্রদীপ জ্বালিয়ে চন্দনের ফোটা দিয়ে বান্ধবীকে আশীর্বাদ করলেন তৃণা। আর ওদিকে তখন ব্যাচলার পার্টিতে নীল আর অন্য বন্ধুদের সঙ্গে জামাল জামালের তালে উদ্দাম নাচ সৌরভের।

সেই বিশেষ মুহূর্তটিকে লেন্সবন্দি করেছেন নীল ঘরণী। ভিডিয়ো পোস্ট করে নীল আবার মজা করে সৌরভকে লেখেন, “গুরুদেব ফাইনালি বিয়েটা করেই ফেললে। অনেক শুভেচ্ছা।” “বিয়ের আগে শেষ নাচ” বলেও সৌরভের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় খুনসুটি নীলের। সেখানে কয়েকটি কান্নার ইমোজি দিয়েছেন দর্শনা।

তবে সৌরভই যে শুধু নেচেছেন এমনটা কিন্তু নয়। খোলা আকাশের নীচে জিন্স আর গোলাপি ক্রপ টপে ওড়িয়া গানের তালে দর্শনার নাচও জাস্ট ফাটাফাটি। ইনস্টায় সেই ভিডিয়োটি নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী।

দুই বাড়িতেই এখন সাজ সাজ রব। কিন্তু, নেটিজেনদের একটা অংশ দর্শনা-সৌরভের বিয়ে নিয়ে নানা রকমের আপত্তিকর মন্তব্য করেছেন। সৌরভ দর্শনার যোগ্য পাত্র নন বলেও টিপ্পনি কেটেছেন অনেকে। সৌরভকে গাঁজাখোর, মাতাল বলেও কটাক্ষ করতে ছাড়েনি নিন্দুকেরা। দর্শনা কেন কে বিয়ে করছেন সেই নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকেই।

তবে বিয়ের আগে এসব নিয়ে একেবারেই মাথা ঘামাতে চান না দর্শনা। সৌরভের সঙ্গে সুখের সংসার সাজানোর স্বপ্ন এখন দুচোখে। নতুন ভোরের আলোয় স্বপ্নগুলো যেন হচ্ছে আরও রঙিন।