‘কোন বন্ধু থাকছে আমি তো জানি না’, লন্ডনের ফ্ল্যাটে একাকী মেয়ে সানা, চিন্তায় সৌরভ গাঙ্গুলি?

সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি ‘দাদাগিরি’ অনুষ্ঠানে সানাকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, সানা তার ফিলোসফি শুনতেন না। তিনি বলেন, “আমার মা আমাদের বাড়িতে খুব পপ্যুলার মানুষ। ওঁনার মতো করেই বড় হয়েছে, আস্তে আস্তে সেটাই ইনফ্লুয়েন্স হয়।”

প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘একটা জিনিস কী জানেন, এখন সে একা থাকে। আমার আসলে ভয় লাগে সে বিদেশে একা থাকে ফ্ল্যাটে নিজের। আমি মাঝে মধ্যে জিগ্গেস করি, তোর এই বন্ধু এল, ওই বন্ধু এল….। কোন বন্ধু থাকছে আমি তো জানি না। বাবা জিজ্ঞেস করতে থাকে। এই বয়সে বাবার কোন বন্ধু থাকত তা তো কেউ জানতে পারত না। মেয়ের থাকবে কিনা তো কেউ জানে না’।

সানা লন্ডনের স্বনামধন্য লোরেটো হাউস স্কুল থেকে টুয়েলভ পাস করেন। আইএসসি-তে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৯৮ শতাংশ। স্নাতক ডিগ্রি হাতে পাওয়ার আগেই বিশ্বের অন্যতম সেরা মাল্টিন্যাশন্যাল কোম্পানি পিডব্লুসি (PWC) লন্ডন থেকে ইন্টার্নশিপ করেন। আপাতত কাজ করছেন কনসাল্টিং ফার্ম ডেলোয়েটে।

সৌরভ বলেন, প্রথম বেতন পেয়ে সানা তাকে দামী উপহার দিতে চেয়েছিলেন। তিনি বলেন, “এই মাসেই আসলে ও প্রথম মাইনে পেল। আমাকে ফোনে বলছে বাবা তোমাকে এটা পাঠাব। আমি বললাম সে তো ঠিক আছে, দাম কত? জবাবে এমন একটা দাম বলল, আমি বললাম আমার লাগবে না। শেষে বললাম, এই প্রথম রোজগার তুমি তোমার ভবিষ্যতের জন্য জমিয়ে রাখো।”

 

View this post on Instagram

 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

উপসংহার: সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা একজন মেধাবী এবং স্বাধীনচেতা তরুণী। তিনি তার বাবার সাফল্যকে কখনও নিজের মাথায় চেপে বসতে দেননি। তিনি নিজের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করছেন।