‘চোরদের সঙ্গে যুক্ত’ রুদ্রনীলকে খোঁচা হিরণের, পাল্টা জবাব দিতে ছাড়লেন না অভিনেতা

লোকসভা ভোটের আগে বিজেপির দুই তারকা নেতা হিরণ চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। হিরণ অভিযোগ করেছেন, রুদ্রনীল ঘোষ চোরেদের প্রযোজিত সিনেমায় অভিনয় করছেন। রুদ্রনীল পাল্টা হিরণকে বলেছেন, তিনি টলিউড সম্পর্কে অনেক কিছু না জানায় এমন কথা বলছেন।
হিরণ সম্প্রতি পুরুলিয়ায় এক বিজেপি নেতার বাড়ির জগদ্ধাত্রী পুজোয় আমন্ত্রিত ছিলেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি রুদ্রনীলের বিরুদ্ধে অভিযোগ তোলেন। হিরণ বলেন, “রুদ্রনীল ঘোষ একসময় যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, এখন তাঁদের ছবিতেই কাজ করছেন। যাঁদের যাঁদের ছবিতে কাজ করছেন তাঁরা তো শেষ পর্যন্ত চোরই। সংসার চালাতে হবে অভিনেতা হিসেবে। সেই জন্য বলছি, উনি প্রত্যক্ষ ভাবে নয়, পরোক্ষ ভাবে এই চোরেদের সঙ্গে যুক্ত।”
হিরণ আরও বলেন, “অভিনেতা-অভিনেত্রীরাই বা কী করবে। তাঁদেরও তো অভিনয় করতে হবে। কে গোরু চুরির টাকায় সিনেমা বানাচ্ছে দেখতে বসলে তো সমস্যা।”
রুদ্রনীল হিরণকে পাল্টা জবাব দিয়ে বলেন, “হিরণ এখন সম্পূর্ণভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। সময়ের অভাবে সিনেমাও করছেন না। আমি যে দল করি, উনি সেই দলেরই বিধায়ক। তাই উনি টলিউড সম্পর্কে অনেক কিছু জানলেও, সবটা জানেন না।”
রুদ্রনীল বলেন, “হিরণ যাদের চোর বলছেন, তাঁদের নামে পুলিশে অভিযোগ করছেন না কেন? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআইয়ের কাছে যাচ্ছেন না কেন?”
বাংলার দুই হেভিওয়েট নেতার এহেন তরজায় বেশ অস্বস্তিতে পড়েছে বিজেপি। রাজ্য বিজেপির অন্যতম প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন। তিনি বলেছেন, “এগুলো অনভিপ্রেত। দল এই ধরনের বিতর্কে উৎসাহী নয়।”