Anurager Chowa: মিশকা ও সদ্যজাত শিশুকে কোলে নিয়ে বাড়িতে ফিরলো সূর্য, ভেঙে পড়লো দীপা!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-য় সম্প্রতি দেখানো হয়েছে, সূর্য-দীপার মিলন মিশকার ষড়যন্ত্রে ভেস্তে যাচ্ছে। মিশকা অবৈধভাবে সূর্যর স্পার্ম নিয়ে গর্ভবতী হয়ে সূর্য-দীপার জীবনে হস্তক্ষেপ করেছে। এখন সেই সন্তানকে ব্যবহার করেই সে আস্তে আস্তে সেনগুপ্ত বাড়িতে পাকাপাকি জায়গা করে নিচ্ছে।

সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, মিশকা প্রিম্যাচিওর ডেলিভারির মাধ্যমে ছেলের জন্ম দিয়েছে। সন্তানকে নিয়ে সে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে। সূর্যও নিজের সন্তানের ভালোর জন্য তাকে এবং তার মা-কে নিজের বাড়িতে নিয়ে আসে।

সূর্যর কোলে মিশকার সন্তানকে দেখে দীপার মন ভেঙে যায়। তবুও সে নিজেকে শক্ত করে সূর্যর পাশে দাঁড়িয়ে থাকে। সূর্য নিজের ছেলের প্রচুর যত্ন করতে থাকে। আর সেটা দেখে মিশকার মন আনন্দে ভরে ওঠে।

দীপা সূর্যকে জিজ্ঞেস করে, “আমাকে আর কত কষ্ট সহ্য করতে হবে বলুন তো?”

সূর্য উত্তর দেয়, “আমারও ইচ্ছা করছে ওকে এখনই বাড়ি থেকে বের করে দিই। তবে ওই নিষ্পাপ শিশুটার এতে কী দোষ আছে বলো তো?”

দীপা স্বামীর কথা শুনে অবাক হয়ে যায়। সে ভাবে, সূর্য কি সত্যিই মিশকাকে বের করে দিতে চায়? নাকি সে শুধু মিশকাকে ভয় দেখাচ্ছে?

দর্শকরাও এই পর্বটি দেখে রীতিমতো রাগে ফুঁসছে। তারা মনে করছে, মিশকার ষড়যন্ত্রে সূর্য-দীপার মিলন ভেস্তে যাচ্ছে। তারা চায়, সূর্য যেন মিশকাকে বাড়ি থেকে বের করে দেয়।

দেখতে হবে, পরবর্তী পর্বগুলিতে কি সূর্য মিশকাকে বাড়ি থেকে বের করে দেয়? নাকি সে মিশকার ষড়যন্ত্রের শিকার হয়ে যায়?