‘আমার পছন্দের পুরুষের দিকে তাকাবি না’, অনন্যাকে হুঁশিয়ারি দিয়েছিলো সারা!

‘এক ফুল দো মালি’! বিনোদুনিয়ায় এমন ঘটনা আকছাড় ঘটে। কারো বন্ধুত্বে মাঝপথেই দাড়ি পড়ে, আবার কেউ বা অতীত, মান-অভিমান ভুলে ‘বন্ধু-বিলাস’ করেন। এবার করণ জোহরের শোয়ে বলিপাড়ার দুই সেলিব্রেটিকন্যার একই পুরুষকে নিয়ে নিজেদের মধ্যে ঝগড়ার খবর ফাঁস।
বলিউড নিয়ে করণ জোহরের ফোড়ন! আর কাউচে সেলিব্রিটি। সঙ্গে গরম কফি। গল্প জমবে না? তা কি হয় নাকি? প্রথম দুটো পর্বেই বোমা ফাটিয়ে দিয়েছেন সঞ্চালক জোহর। প্রথম পর্বে ছিলেন রণবীর-দীপিকা আর দ্বিতীয় পর্বে পারিবারিক সিক্রেট ফাঁস করেছেন ‘দেওল ব্রাদার্স’ ববি-সানিরা। এবার করণের অতিথি হয়ে বিস্ফোরণ ঘটালেন বলিপাড়ার দুই ‘সেলিব্রেটি কন্যা’ সারা আলি খান ও অনন্যা পাণ্ডে।

অনন্যা ফাঁস করলেন, বন্ধু সারা নাকি একবার তাকে কড়া ভাষায় সাবধান করে দিয়েছিলেন যে, ‘একদম আমার পছন্দের কোনো পুরুষের দিকে তাকাবি না! ধরে মারব কিন্তু।’ পাশেই কাউচে বসে থাকা নবাবকন্যা পালটা প্রশ্ন ছোঁড়েন, ‘কে? সেই উপদেশটা কি আদৌ কোনো কাজে লেগেছে?’

এ প্রসঙ্গে অনন্যার জবাব, হ্যাঁ, লেগেছে তো। আমি হুমকিটা শুনেছি। যদিও ওই মানুষটার উপর আমার কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু সারা আমাকে হুমকি দিয়েছিল। এরকম ঘটনা বহুবার হয়েছে আমাদের মধ্যে। যেখানে একই পুরুষকে আমাদের দুজনকেই ভালো লাগছে। সেখানেই কথা প্রসঙ্গে সারা আলি খান বলেন, ‘আসলে আমি কারো কাছে কোনোরকম আশা রাখি না। কখনো বলি না যে, তোমার পছন্দের পুরুষের দিকে আমি তাকাব না কিংবা তুমি যে সিনেমায় ইন্টারেস্টেড, সেটা আমি করব না। আমি আসলে ওই লোক দেখানো প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই।’

প্রসঙ্গত, সারার সঙ্গে তার ‘লাভ আজ কাল’ সহ-অভিনেতা কার্তিক আরিয়ানের প্রেমের কথা সকলেরই জানা। এদিকে ‘কফি উইথ করণ’ শোয়েই অতীতে করণ জোহর ইঙ্গিত দিয়েছিলেন যে অনন্যা পাণ্ডেও কার্তিককে ডেট করেছেন। এছাড়াও ইশান খট্টরের সঙ্গে তার বিচ্ছেদের পর বিজয় দেবেরাকোন্দ্রার সঙ্গেও নাম জড়িয়েছিল অনন্যা পাণ্ডের।

উল্লেখ্য, ২০২২ সালে করণ জোহর ‘লাইগার’ ছবিটির প্রযোজনা করেছিলেন। যে ছবি দিয়ে বলিউডে পা রাখেন বিজয় দেবেরাকোন্দ্রা এবং তার বিপরীতে দেখা গিয়েছিল অনন্যা পাণ্ডেকে। আর সেই সময়েই সারা আলি খান বিজয় দেবেকোন্দ্রাকে ডেট করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন করণ জোহরের শোয়ে। তাতে পালটা ভালোবাসাও জানিয়েছিলেন দেবেরাকোন্দ্রা।