৫৮-তেও ‘জওয়ান’ শাহরুখ খানের ফিট থাকার ডায়েট, দেখেনিন একনজরে

৫৮-এ পা দিলেন অভিনেতা শাহরুখ খান। তবে তাকে দেখে তা বোঝার উপায় নেই। শাহরুখ কিন্তু এখনও ‘জওয়ান’। না কেবল বড় পর্দাতেই নয়, বাস্তবেও বাদশাহের চেহারায় তারুণ্যের ছোঁয়া স্পষ্ট। বলিউড ইন্ড্রাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন তিন দশক। কিন্তু এখনও অনেক তরুণ অভিনেতাদের থেকেও ফিট দেখায় শাহরুখকে। ‘পাঠান’, ‘জওয়ান’-এ শাহরুখের ফিটনেস মুগ্ধ হয়ে দেখেছে অনুরাগীরা। কী করে এ বয়সেও এতটা ফিট তিনি? কোন ডায়েট মেনে চলেন বাদশাহ?

খাওয়াদাওয়ায় খুব বেশি বৈচিত্র্য পছন্দ নয় শাহরুখের। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমি খুব সাধারণ খাবার খাই। একাধিক বার নয়, দিনে দুবার খাই আমি। এই বিষয় কিন্তু আমি ভীষণ কড়া। শুধুমাত্র দুপুর আর রাতে খাওয়াদাওয়া করি আমি। আমার ডায়েট থাকে অঙ্কুরিত ছোলা, গ্রিলড চিকেন, ব্রকোলি, ডালের মতো খাবার।’

খাবার নিয়ে খুব বেশি বাছবিচার নেই শাহরুখের। তিনি বলেন, ‘কোনো বন্ধুর বাড়িতে যদি আমার সামনে বিরিয়ানি, রুটি, পরোটা, দেশি ঘি, লাচ্ছি পরিবেশন করা হয়, তাহলে আমি সেগুলোর সবই খাই। তবে খুব অল্পমাত্রায়। আমি খুব বেশি কিছুই খাই না। পরিমাণের বিষয় সব সময় সতর্ক থাকি। দিনে খালি ২৫ থেকে ৩০ কাপ কফি খাই, তাও কমিয়ে আনার চেষ্টা করছি।’

নো-সুগার ডায়েট মেনে চলেন বাদশা। চিনি, মিষ্টিজাতীয় কোনো খাবার ছুঁয়েও দেখেন না।