কখনও পাননি ভাল ব্যবহার! শতাব্দীকে দু চোখে সহ্য করতে পারতেন না দেবশ্রী

অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে প্রতিযোগিতা একটি স্বাভাবিক ঘটনা। তবে সেই প্রতিযোগিতা কখনো কখনো ব্যক্তিগত সম্পর্ককেও প্রভাবিত করে। টলিউডের দুই তারকা শতাব্দী রায় এবং দেবশ্রী রায়ের মধ্যেও এমনই একটি ঘটনা ঘটেছিল।

৯০ দশকের বাংলা সিনেমার দুনিয়ায় দেবশ্রী এবং শতাব্দী ছিলেন দুই শীর্ষস্থানীয় অভিনেত্রী। দেবশ্রী ছিলেন সিনিয়র অভিনেত্রী, কিন্তু শতাব্দীর আগমনের পর তাঁর জনপ্রিয়তা বাড়তে শুরু করে। এর ফলে দেবশ্রীর মধ্যে অসন্তোষ তৈরি হয়।

শতাব্দী এক সাক্ষাৎকারে বলেছিলেন, “দেবশ্রী আমার থেকে অনেক বেশি সিনিয়র ছিলেন। তিনি তখন এক নম্বর নায়িকা ছিলেন। আমি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার পর তিনি ধীরে ধীরে সেই জায়গা থেকে সরে যেতে শুরু করেন। আমাদের মধ্যে সম্পর্ক কখনোই ভালো ছিল না। আমি কখনোই দেবশ্রীর কাছ থেকে ঠিকঠাক ওয়েলকাম পাইনি।”

দুই অভিনেত্রীর মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা তাঁদের ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব ফেলেছিল। শতাব্দী বলেন, “আমরা একটাই ছবি করেছিলাম, যার নাম ছিল ‘শ্রদ্ধাঞ্জলি’। সেখানে প্রসেনজিৎ খুব সুন্দরভাবে আমাদের হ্যান্ডেল করেছিলেন যাতে আমাদের মধ্যে কোন সমস্যা না হয়।”
শতাব্দী আরো বলেন, “তখন সম্পর্ক ভালো না থাকলেও এখন কিন্তু আমাদের মধ্যে বেশ ভালই সম্পর্ক রয়েছে। আমরা দেখা হলে আমাদের নিজেদের কথা শেয়ার করি কিন্তু অবাক বিষয় যখন আমরা নিয়মিত কাজ করতাম বা দেখা করতাম তখন কিন্তু আমাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল না বরং ছিল একটা প্রতিযোগিতা”।
শতাব্দী বলেন, “ওর সঙ্গে কখনোই আমার কোন সমস্যা হয়নি। মানুষের সমস্ত গল্প তৈরি করে। আমার পরিচালনায় ‘ ওম শান্তি ‘ সিনেমাতে অভিনয় করেছিল ঋতুপর্ণা। পোস্টারে রাখি সাওয়ান্তকে দেখে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছিলেন ঋতুপর্ণা কিন্তু সেই বিষয় নিয়ে কোন বড়সড়ো সমস্যা হয়নি আমাদের মধ্যে”।।
বর্তমানে শতাব্দী এবং দেবশ্রীর মধ্যে সম্পর্ক অনেকটাই ভালো। তবে একসময় তাঁদের মধ্যে যে মনোমালিন্য ছিল, তা এখনও ভুলতে পারেননি অনেকেই।