৮২ বছর বয়সেও সুপার অ্যাক্টিভ অমিতাভ বচ্চন, ফিট থাকার রহস্য জানালেন বিগ বি

৮২ বছর বয়সেও বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন সুপার অ্যাক্টিভ এবং চলচ্চিত্রের প্রতি তাঁর ভালোবাসা নতুন প্রজন্মের অভিনেতাদের কাছেও এক বিরাট অনুপ্রেরণা। পাঁচ দশকেরও বেশি সময় ধরে দর্শকদের তিনি উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা, তাঁর দীর্ঘ কর্মজীবনে রয়েছে দুশোটিরও বেশি ছবি। এই বয়সেও কীভাবে তিনি এত ফিট এবং কর্মক্ষম থাকেন, সেই রহস্য এবার নিজেই জানালেন ভক্ত ও অনুরাগীদের।

সম্প্রতি নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, “কাজই আমার সকল রোগ মুক্তির ওষুধ। আমি কাজ করে যাচ্ছি। এটাই এনার্জি দেয়।” তাঁর এই কথা থেকেই স্পষ্ট, কাজকেই তিনি তাঁর তারুণ্য ও সুস্থতার মূল মন্ত্র মনে করেন।

সত্যিই, এই বয়সেও তিনি ক্লান্তিহীনভাবে চুটিয়ে শুটিং করেন। তাঁর প্রথম ছবি ‘সাত হিন্দুস্তানি’ দিয়ে শুরু করে ‘জঞ্জির’ ছবিতে ইন্সপেক্টর বিজয় খান্নার চরিত্রে অভিনয় করে তিনি পরিচিতি লাভ করেন। এরপর ‘শোলে’, ‘দিওয়ার’, ‘শাহেনশাহ’, ‘মর্দ’, ‘কুলি’, ‘আনন্দ’-এর মতো অসংখ্য সুপারহিট ছবি দিয়ে তিনি নিজেকে বলিউডের কিংবদন্তী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

শুধু সিনেমা নয়, টেলিভিশনে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র মঞ্চেও তাঁর উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে চলেছে বছরের পর বছর। এই অনুষ্ঠানের মাধ্যমেই তাঁর জীবনের বহু অজানা তথ্য উঠে এসেছে, যা ভক্তদের কাছে দারুণ আকর্ষণীয়। দর্শকরা অধীর আগ্রহে প্রতিটি এপিসোডের জন্য অপেক্ষা করেন, অমিতাভ বচ্চনের বিষয়ে নতুন কিছু জানার আশায়। অভিনয়ের বাইরেও তিনি দেশবিদেশের সব খবরের উপর নজর রাখেন, এবং অবসরে নানা ধরনের বই পড়া ও লেখালেখিও করেন। এই বহুমুখী ব্যস্ততাই হয়তো ৮২ বছর বয়সেও তাঁকে এত প্রাণবন্ত ও সচল রেখেছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy