
বলিউডের অন্যতম চর্চিত জুটি অমিতাভ বচ্চন ও রেখা। তাঁদের প্রেমের গল্প নিয়ে আজও ফিল্ম ইন্ডাস্ট্রিতে গুঞ্জন থামেনি। তবে জানেন কি, রেখার সঙ্গে সঞ্জয় দত্তের সম্পর্ক নিয়েও একসময় তোলপাড় হয়েছিল গোটা বলিউড?
১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘জমিন আকাশ’-এ একসঙ্গে কাজ করার সময় থেকেই শুরু হয় সঞ্জয় দত্ত ও রেখার ঘনিষ্ঠতার গুঞ্জন। সিনেমার শুটিংয়ের সময় দু’জনের মধ্যে নাকি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
সেই সময়ই হঠাৎ রেখার সিঁথিতে সিঁদুর দেখা যায়। মুহূর্তেই শুরু হয় বলিউডে নানা জল্পনা। কেউ বলেন, রেখা নাকি গোপনে সঞ্জয় দত্তকে বিয়ে করেছেন। বিষয়টি পৌঁছায় সঞ্জয়ের মা নার্গিস দত্তের কানে। তবে তিনি এই সম্পর্ক মোটেও ভালোভাবে নেননি, বরং রেখাকে কটাক্ষ করতেও পিছপা হননি।
রেখার সিঁদুর পরার রহস্য আজও রহস্যই রয়ে গেছে। কেউ বলেন, তিনি অমিতাভের নামেই সিঁদুর পরতেন। আবার অনেকে মনে করেন, সঞ্জয় দত্তের সঙ্গে গোপন বিয়ের পরই তিনি সিঁদুর পরেছিলেন। তবে রেখা কখনও এই বিষয়ে মুখ খোলেননি।
সঞ্জয় দত্তও কখনও এই সম্পর্ক নিয়ে কিছু বলেননি। সেই সময় মিডিয়া যখন প্রশ্ন তুলছিল, তখনও তিনি নীরব ছিলেন। তাদের নীরবতাই রহস্যকে আরও ঘনীভূত করেছিল।
কেউ বলেন, এটা শুধুই গুজব। কেউ আবার বিশ্বাস করেন, রেখা-সঞ্জয়ের সম্পর্ক সত্যিই ছিল। তবে অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্কের মতো, সঞ্জয় দত্ত ও রেখার সম্পর্কও বলিউডের এক অমীমাংসিত অধ্যায় হয়ে রয়ে গেছে।
বলিউডের এই রহস্যময় প্রেমের গল্প আজও মানুষের মনে কৌতূহল জাগায়।