
হোলির আনন্দের মাঝেই নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা দেব মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ছিলেন বলিউডের খ্যাতনামা পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা। এছাড়াও, তিনি রানি মুখোপাধ্যায় এবং কাজলের কাকা।
সূত্রের খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন দেব মুখোপাধ্যায়। চিকিৎসার জন্য মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পান, তবে শুক্রবার সকালবেলা নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেতা।
দেব মুখোপাধ্যায়ের অভিনয় যাত্রা শুরু হয়েছিল ১৯৬৫ সালে। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি বলিউডের বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘অভিনেত্রী’, ‘অধিকার’, ‘দো আঁখে’, ‘ম্যায় তুলসি তেরে আঙ্গন কি’, ‘বাতো বাতো মে’, ‘জো জিতা ওয়োহি সিকন্দর’ এবং ‘দালাল’। ২০০৯ সালে শাহিদ কাপুর অভিনীত ‘কমিনে’ ছবিতে তাকে শেষবার দেখা গিয়েছিল।
দেব মুখোপাধ্যায়ের পরিবার দীর্ঘদিন ধরে মুম্বাইয়ের বিখ্যাত দুর্গাপূজা আয়োজন করে আসছে। এই পূজার আয়োজনে নিয়মিত অংশ নেন রানি মুখোপাধ্যায়, কাজলসহ বলিউডের বহু তারকা। তবে এবার সেই আনন্দ উৎসবে নেমে এল বিষাদের ছায়া।
দেব মুখোপাধ্যায়ের প্রয়াণে বলিউড মহলে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতা-পরিচালক থেকে শুরু করে সহকর্মী এবং অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন।