শাড়ি পরেই ক্রিজে এলেন রুক্মিণী, আউট হয়েও মানতে নারাজ অভিনেত্রী, ব্যাট কেড়ে নিলেন দেব

আরপিএলের দ্বিতীয় আসর শুরু হতে চলেছে। আর এভাবেই ক্রিজে এলেন বড় পর্দার ‘বিনোদিনী’। তাও আবার শাড়ি পরে! হ্যাঁ, রুক্মিণীকে দেখা গিয়েছিল একটি সুন্দর লাল ডিজাইনার শাড়ি, ফুল স্লিভ ব্লাউজ, ভারী কানের দুল, খোলা চুলে। এভাবেই রুক্মিণীর পোস্ট করা ভিডিওতে দিব্যা ক্রিকেট খেলেছেন, তাকে একের পর এক বলে চার ও ছক্কা মারতে দেখা যাচ্ছে। মাঝে মাঝে চিৎকার করেও বলতেন এটা একটা ডেট বল। তার ঠিক পেছনেই দেবকে দেখা গেছে উইকেটরক্ষকের ভূমিকায়।

তিনি যখন কিছুতেই আউট হতে পারেননি, তখন বল হাতে তুলে নেন দেব। এবার রুক্মিণী শেষ পর্যন্ত আউট হলেন, কিন্তু তিনি ব্যাট ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন না এবং তাই দেব অবশেষে তার হাত থেকে ব্যাটটি ছিনিয়ে নেন। কিন্তু যখন তিনি মাঠ ছাড়তে রাজি হননি, অবশেষে অভিনেতাকে তার বান্ধবীকে টেনে বের করতে হয়েছিল, তবে পুরো ভিডিওটি একটি রসিকতা হিসাবে পোস্ট করা হয়েছিল।

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

ক্যাপশনে রুক্মিণী লিখেছেন, ‘আরপিএলের ২য় সিজনে স্বাগতম! (রুক্মিণী প্রিমিয়ার লিগ) কিছু জিনিস ট্রেন্ডের বাইরে ছিল, কিন্তু শাড়ি পরে খেলতে আমার অসুবিধা হয়নি।’ রুক্মিণী মৈত্রের এই পোস্টে টলিপাড়ার অনেকেই মন্তব্য করেছেন। কমেন্টে হাসির ইমোজি দিয়েছেন ঐন্দ্রিলা সেন। খুব সুন্দর লিখেছেন রূপাঞ্জনা মৈত্র। পরিচালক রামকমল মুখোপাধ্যায় মজা করে লিখেছেন, ‘আমার প্রশ্ন ক্রিকেট খেলা হচ্ছে নাকি অন্য কিছু।’ অনেক নেটিজেনও ভিডিওটির নিচে মন্তব্য করেছেন।

কেউ ঠাট্টা করে লিখেছেন, ‘এত ভালো রক্ষকের সামনে পাবণী রুক্মিণী’। কারো প্রশ্ন, ‘শাড়ি পরে ক্রিকেট খেলো!’ তবে খারাপ নয়, তিনি সম্প্রতি রাজ্য সরকারের কাছ থেকে বছরের সেরা শিল্পী হিসেবে পেয়েছেন ‘মহানায়ক সম্মান’। রুক্মিণী মৈত্রকে শেষ দেখা গিয়েছিল জিনাতের সঙ্গে ‘বুমেরাং’-এ। অন্যদিকে রুক্মিণী মৈত্র সম্প্রতি মুম্বাইয়ে আম্বানির বিয়েতে আমন্ত্রিত হয়েছিলেন। বাংলার আমন্ত্রিতদের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যাকে নবদম্পতির সঙ্গে কথা বলতে ও ছবি তুলতে দেখা গেছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy