News

মুখ ভরা রাগ-অভিমান শুভশ্রীর! মান ভাঙাতে পিছনে ছুটছে দেব, ‘গানে গানে’ মন ছুঁয়ে গেল ভক্তদের!

প্রায় এক দশক পরে বড়পর্দায় ফিরছে টলিউডের এক সময়ের অন্যতম হিট জুটি— দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ২০১৩-র খোকা ৪২০ ছিল তাঁদের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। তারপর বহু চর্চিত ধূমকেতু-র কাজ শুরু হলেও, নানা জটিলতায় আটকে ছিল মুক্তি। এবার সব জল্পনায় ইতি— ১৪ অগস্ট প্রেক্ষাগৃহে আসছে বহু প্রতীক্ষিত সেই সিনেমা।

দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স-এর প্রথম প্রযোজনা ছিল ধূমকেতু। পরিচালনায় ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। আর ছবির সহ-প্রযোজক রাণা সরকার। ৯ বছর পর মুক্তি পেতে চলা এই ছবির প্রথম গানের টিজার প্রকাশ পেয়েছে সম্প্রতি।

রথযাত্রার দিনে সেই গানের এক ঝলক ভাগ করে নিয়েছেন রাণা নিজেই।গানের নাম— গানে গানে।

ভিডিওয় দেখা গেল, সাইকেলে চেপে একা চলে যাচ্ছেন অভিমানী শুভশ্রী। পিছনে ছুটছেন দেব— হয়তো মনের মান ভাঙানোর চেষ্টা। চারপাশে পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য, আর পেছনে শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং-এর কণ্ঠে সেই মন ছুঁয়ে যাওয়া লাইন—”গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়…”ভক্তদের মন যে এই গানেই পৌঁছে গিয়েছে, তা সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়াই বলে দিচ্ছে।

ধূমকেতু-র টিজারে ধরা দিয়েছে এক গা-ছমছমে কাহিনি। দেখা যাচ্ছে, দেবের চরিত্রটি কোনও কারণে আত্মগোপন করেছে। কেন সে লুকিয়ে রয়েছে? মিথ্যে বদনাম? না কি প্রাণঘাতী শত্রু?

দেবের কণ্ঠে ডায়লগ—“গত নয় বছর ধরে শুধু পালিয়ে বেড়াচ্ছি। কোনও দোষ না করেও মৃত্যু আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি আর মৃত্যুকে ভয় পাই না…”এর সঙ্গে রয়েছে অ্যাকশন, আবেগ, সম্পর্কের টানাপোড়েন ও দেবের দুর্দান্ত প্রস্থেটিক লুক— সব মিলিয়ে টিজারেই বাজিমাত।

দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। দেব-শুভশ্রীর রসায়নে কোথাও কি আগের সেই জাদু ফিরবে? নাকি এই ছবি তাঁদের সম্পর্কের এক নতুন অধ্যায় রচনা করবে?‘ধূমকেতু’ শুধু একটা সিনেমা নয়, এটা অনেকের নস্ট্যালজিয়া, অপেক্ষা আর আবেগের গল্প।এখন শুধু দিন গোনা— ১৪ অগস্ট কীভাবে ধূমকেতুর মতোই ঝলসে ওঠে দেব-শুভশ্রী জুটি, সেটাই দেখার।

Exit mobile version