এক সময় টলিউডে দেব-শুভশ্রী মানেই ছিল ব্লকবাস্টার জুটির ছাপ। রোম্যান্স হোক বা অ্যাকশন— তাঁদের পর্দার কেমিস্ট্রি ছিল দর্শকের হৃদয়ে গেঁথে থাকা নাম। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্কেও এসেছে ফাটল, বাস্তব জীবনে আলাদা পথ ধরেছেন দু’জনেই। আর সেই সঙ্গে ভেঙে গিয়েছে এক সময়ের সবচেয়ে চর্চিত অনস্ক্রিন জুটিও। ফলে বহু বছর কেটে গেলেও আর একসঙ্গে দেখা যায়নি এই দুই তারকাকে।
তবু হঠাৎ করেই সেই পুরনো রসায়ন ফিরতে চলেছে বড় পর্দায়— ‘ধূমকেতু’ আসছে ১৪ আগস্ট!
আসলে, দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ ছবির শুটিং শেষ হয়েছিল প্রায় ৯ বছর আগে। কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় এই ছবিটিই ছিল দেবের প্রথম প্রযোজিত সিনেমা, যেখানে রানা সরকার ছিলেন সহ-প্রযোজক। নানা আইনি জটিলতায় এতদিন আটকে ছিল ছবির মুক্তি। অবশেষে সব বাধা কাটিয়ে এই বছর স্বাধীনতা দিবসের ঠিক আগেই, ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে আসতে চলেছে বহু প্রতীক্ষিত এই সিনেমা।
সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির প্রথম গানের টিজার— মাত্র ২৩ সেকেন্ডের ঝলক, তবু নস্টালজিয়া ছড়িয়ে দিয়েছে ঝড়ের মতো। এক পল্লবিত বিকেলের মতো মুহূর্তে শুভশ্রী দাঁড়িয়ে আছেন একটি সাইকেলের পাশে, পাশে দেব, আর দু’জনের চোখে চোখ রাখা…। ব্যাকগ্রাউন্ডে বেজে উঠেছে ‘গানে গানে’ গানের মিষ্টি সুর, যা গেয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল এবং সুর দিয়েছেন অনুপম রায়।
টিজারের ক্যাপশনে লেখা, “‘ধূমকেতু’-র প্রথম গান আসছে খুব শীঘ্রই।” দর্শক মহলে ইতিমধ্যেই এই টিজার ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।
যদিও দেব-শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্ক আজ অতীত। শুভশ্রী এখন দুই সন্তানের মা, স্বামী পরিচালক রাজ চক্রবর্তী। অন্যদিকে দেবের জীবনে রুক্মিণী মৈত্র। তবু, ‘ধূমকেতু’ যেন এক বার্তাবাহক হয়ে ফিরছে সেই পুরনো প্রেম ও পর্দার আবেগ নিয়ে— এমন এক জুটির যাঁরা একসময় ছিলেন টলিউডের সবচেয়ে প্রিয় মুখ।
‘ধূমকেতু’ কেবল একটি ছবি নয়— এটি সময়ের কাছে আটকে পড়া এক আবেগ, একটি অসম্পূর্ণ প্রকাশ, যা এবার পূর্ণতা পেতে চলেছে ১৪ আগস্ট। দেব-শুভশ্রীর সেই পুরনো রসায়ন দেখতে বড় পর্দার দিকে তাকিয়ে আছে গোটা বাংলা।