মহিলা ভক্তকে লিপ কিস, “কী টাইটেল রেখেছ তোমরা! নাম…”- নিজেই নিজেকে ট্রোল করলেন উদিত!

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছিল লাইভ পারফরম্যান্স চলাকালীন মহিলা অনুরাগীদের চুম্বন করছেন উদিত নারায়ণ। একজনকে তো তিনি সরাসরি জাপটে ধরে লিপ কিস করেন! এই বিতর্ক থামার আগেই এবার স্বয়ং উদিত নিজেই নিজেকে ট্রোল করলেন।

একটি সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্টে যোগ দিতে গিয়ে গায়ক মজার ছলেই নিজের বিতর্কিত কাণ্ড নিয়ে কথা বলেন। আসলে, ছবির নাম ‘পিন্টু কি পাপ্পি’ শুনেই উদিত বলেন,”কী টাইটেল রেখেছ তোমরা! নাম বদলানো উচিত তো! পাপ্পি তো ঠিক আছে, ছবির নামও সুন্দর, কিন্তু এটা ‘উদিতের পাপ্পি’ নয় তো?”

গায়কের এই রসিকতা শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয় তাঁর এই বক্তব্য।

এই বিতর্কিত ভিডিয়ো প্রসঙ্গে উদিত জানান, এটি নতুন ঘটনা নয়, বরং ২ বছর আগের। তিনি বলেন, “আসলে, এটি ২ বছর আগে অস্ট্রেলিয়ার ভিডিয়ো।”

এর আগেও এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে গায়ক বলেন,”আমি লজ্জিত নই, একদমই নই! আমাকে লজ্জিত কেন হতে হবে? আমার হৃদয় পরিষ্কার। আমি যা করেছি তা অপ্রীতিকর কিছু ছিল না। যদি কেউ এটাকে অন্যভাবে দেখে, তবে আমি তাঁদের প্রতি সমবেদনা জানাই।”

উদিতের এই বক্তব্য ও রসিকতা নিয়ে নেটিজেনরা দুইভাগে বিভক্ত। কেউ বলছেন, “গায়ক নিজের ভুল বুঝতে পারছেন না,” আবার কেউ বলছেন, “তিনি শুধু মজা করেছেন, এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই।”

উদিতের ট্রোলিং স্বভাব বা বিতর্ক এটাই প্রথম নয়, তবে এবার তিনি নিজেই নিজের বিতর্ককে হাস্যরসের মোড়কে মেনে নিলেন!

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy