বিলাসবহুল গাড়ি কিনলেন কঙ্গনা, দাম চমকে দেয়ার মতো

শুক্রবার (২০ মে) মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের নতুন সিনেমা ‘ধাকড়’। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ মে) অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার শো। সেখানে তারকা ও বলিউড সংশ্লিষ্টদের নিয়ে সিনেমাটি দেখেন তিনি।

প্রিমিয়ারে এসেই চমকে দেন কঙ্গনা। নিয়ে আসেন একেবারে নতুন একটি গাড়ি। যেটা ভারতের বাজারে কিছুদিন আগেই এসেছে। এরইমধ্যে কঙ্গনা নিজের ঝুলিতে নিয়ে নিলেন সেটা।

গাড়িটির মডেল হলো মার্সিডিজ মেবিচ এস৬৮০। প্রিমিয়ারে এসেই গাড়িটির ফিতা কাটেন কঙ্গনা। এরপর ক্যামেরাবন্দি হন। গাড়ির উপরে তখনও সাজানো বো ছিল। সেটা সরিয়ে দিতে দিতে কঙ্গনা মস্করা করেন, ‘এটা সরিয়ে দিন, দেখে মনে হচ্ছে এখনই বিয়ে হলো!’

প্রথমে গাড়ির সঙ্গে একা পোজ দেন কঙ্গনা। এরপর পাশে নেন মা, বাবা দিদি রঙ্গোলি, জামাইবাবু ও দিদির ছেলেকে। বিলাসবহুল গাড়িটি কেনার পর অভিনেত্রীর আনন্দ চোখে-মুখে ভেসে উঠছিল।

জানা গেছে, মেবিচ এস ক্লাস সিরিজের টপ মডেল এটি। ভারতে এর দাম ৩ কোটি ৬০ লাখ টাকা। বলাই বাহুল্য, নতুন গাড়িটির জন্য মোটা অংকের অর্থ খরচ করেছেন কঙ্গনা।

প্রসঙ্গত, ‘ধাকড়’ সিনেমায় একজন স্পাই এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। অ্যাকশন তারকাদের মতো ধুন্দুমার মারামারি করেছেন। এমন চরিত্রে বলিউডের কোনো অভিনেত্রীকে আগে দেখা যায়নি। সিনেমাটিতে কঙ্গনার সঙ্গে আরও আছেন অর্জুন রামপাল, দিব্যা দত্ত, শাশ্বত চ্যাটার্জি প্রমুখ। এটি পরিচালনা করেছেন রজনীশ রাজি ঘাই।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy