বিরাটের কমল আয়, জানেন কি অনুষ্কা একাই কত কোটির মালিক? দেখেনিন একনজরে

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অনুষ্কা শর্মা শুধু তাঁর অভিনয় দক্ষতা দিয়েই নয়, প্রযোজনা এবং ব্যবসার জগতেও নিজের এক নিজস্ব ছাপ তৈরি করেছেন। তিনি ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী। বর্তমানে এই তারকা জুটি প্রায়শই খবরের শিরোনামে থাকেন। সম্প্রতি বিরাট কোহলি টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। তিনি এখন কেবল আইপিএল এবং ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন, যার ফলে তাঁর খেলার সংখ্যা এবং স্বাভাবিকভাবেই মোটের উপর ব্যক্তিগত আয় কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু জানেন কি, বিরাট কোহলির আয় কমলেও অনুষ্কা শর্মা নিজেই কত কোটির বিশাল সম্পত্তির মালকিন?

২০০৮ সালে সুপারস্টার শাহরুখ খানের বিপরীতে যশ রাজ ফিল্মসের ‘রব নে বনা দি জোড়ি’ ছবির মাধ্যমে বলিউডে প্রথম পা রাখেন অনুষ্কা শর্মা। এরপর ‘ব্যান্ড বাজা বারাত’, ‘পিকে’, ‘সুলতান’, ‘এ দিল হ্যায় মুশকিল’ সহ একাধিক ব্লকবাস্টার হিট ছবিতে অভিনয় করে তিনি বলিউডে নিজের স্থান পাকাপোক্ত করে নেন। বড় বাজেটের ছবিতে অভিনয়ের জন্য তাঁর পারিশ্রমিক এখন প্রায় ১০-১২ কোটি টাকা।

অভিনয়ের পাশাপাশি অনুষ্কা শর্মার আরেকটি বড় পরিচয় হলো তিনি একজন সফল প্রযোজক। তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মজ’ (Clean Slate Filmz) থেকে ‘NH10’, ‘পরি’, ‘বুলবুল’-এর মতো সিনেমা এবং অ্যামাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাল লোক’-এর মতো প্রশংসিত ও বাণিজ্যিকভাবে সফল প্রজেক্ট তৈরি হয়েছে। এই সমস্ত উদ্যোগ অনুষ্কাকে শুধু প্রযোজক হিসেবে খ্যাতিই এনে দেয়নি, বিপুল পরিমাণ আর্থিক লাভও দিয়েছে। এছাড়াও, ২০১৭ সালে অনুষ্কা চালু করেন তাঁর নিজস্ব ক্লোদিং ব্র্যান্ড ‘নুশ’ (Nush)। এই ব্র্যান্ড থেকেও অনুষ্কার বার্ষিক আয় কোটি টাকার অঙ্কে পৌঁছেছে।

এসব ছাড়াও, অনুষ্কা একাধিক নামী এবং বড় সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত রয়েছেন। Myntra, Pantene, Nivea, Cox & Kings সহ আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে তাঁর বিজ্ঞাপন চুক্তি রয়েছে। প্রতিটি বিজ্ঞাপন চুক্তি থেকেই অনুষ্কার আয় কয়েক কোটি টাকা।

এই সমস্ত উৎস থেকে প্রাপ্ত আয় হিসেব করলে, অনুষ্কা শর্মার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৫৫ কোটি টাকা বলে অনুমান করা হয়। অন্যদিকে, তাঁর স্বামী, ভারতীয় ক্রিকেটের অন্যতম ধনী খেলোয়াড় বিরাট কোহলির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১,০৫০ কোটি টাকা। এই তারকা দম্পতির সম্মিলিত সম্পত্তির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ১,৩০০ কোটি টাকা।

সুতরাং, বিরাট কোহলি খেলার কিছু ফরম্যাট থেকে অবসর নিলেও বা তাঁর ব্যক্তিগত আয়ে তার প্রভাব পড়লেও, অনুষ্কা শর্মা নিজেই একজন স্বাবলম্বী, সফল অভিনেত্রী, প্রযোজক এবং ব্যবসায়ী হিসেবে বিশাল সম্পত্তির অধিকারিণী। তাঁদের সম্মিলিত আর্থিক শক্তি নিশ্চিতভাবেই ঈর্ষণীয়।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy