
স্টারকিড তুষার কাপুর বরাবরই বলিউডের আলোচনার কেন্দ্রে থেকেছেন, তবে অভিনেতা হিসেবে তাঁর সেই দাপট কখনওই ছিল না। যদিও তিনি বেশ কিছু আইকনিক ছবির অংশ হয়েছেন, তবু ব্যক্তিগত জীবনে এক বড় সিদ্ধান্ত নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন। তুষার কাপুর সারোগেসির মাধ্যমে বাবা হওয়ার সিদ্ধান্ত নেন।
তুষার কাপুর যখন সারোগেসির মাধ্যমে বাবা হওয়ার সিদ্ধান্ত নেন, প্রথমে তাঁর পরিবারকে বোঝাতে বেশ বেগ পেতে হয়। তবে নিজের সিদ্ধান্তে অনঢ় থেকে তিনি প্রমাণ করেছেন, বাবা হওয়ার স্বপ্ন পূরণ করতে তিনি কতটা প্রতিশ্রুতিবদ্ধ। এরপর জন্ম হয় তাঁর পুত্র লক্ষ্যর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তুষার জানান, তাঁর জীবনে কোনও খামতি নেই। লক্ষ্য কখনও প্রশ্ন করেনি, “মা কোথায়?” কারণ সে বোঝে যে তুষারই তার মা ও বাবা, উভয় ভূমিকাই পালন করছেন। তুষার বলেন, “সমাজের কাছে এটি অপ্রচলিত ছবি হলেও, আমার কাছে আমার পরিবার পরিপূর্ণ।”
তুষার আরও জানান, তিনি সন্তানের কল্যাণের জন্য সবসময় সচেতন। ভবিষ্যতে যদি তিনি মনে করেন জীবনে একজন সঙ্গীর প্রয়োজন, তবে সেই সিদ্ধান্তও বিবেচনা করবেন। তবে আপাতত লক্ষ্যকেই কেন্দ্র করে তাঁর জীবন এগিয়ে চলেছে।
তুষারের এই সিদ্ধান্ত বলিউডে এবং সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর সাহস ও আত্মবিশ্বাস অনেককেই অনুপ্রাণিত করেছে, বিশেষ করে যারা একক পিতৃত্ব গ্রহণের কথা ভাবছেন।