
বলিউডে কাস্টিং কাউচের শিকার হওয়া বহু অভিনেত্রীর জীবনের এক অন্ধকার দিক। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেলেবরা এখন নিজেদের অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলছেন। অভিনেত্রী রাধিকা আপটেও সেই তালিকায় নাম লিখিয়েছেন।
বলিউডে পা রাখার পর রাধিকাকে প্রথমেই মুখোমুখি হতে হয়েছিল তাঁর নাকের আকৃতি এবং স্তনের আকার নিয়ে প্রশ্নের। তাঁকে নাকের সার্জারি করার পরামর্শ দেওয়া হয়, এমনকি স্তনের আকার বড় করারও উপদেশ পান। রাধিকা নিজেই জানিয়েছেন, বড় স্তন না থাকলে অভিনেত্রী হওয়া যায় না, এমন কটূক্তিও শুনতে হয়েছিল তাঁকে।
রাধিকার মতে, একটি সময় তাঁকে কেবল দারিদ্র্যের চরিত্র বা গ্রামের চরিত্রেই মানাবে বলে মনে করা হত। ‘বাদলাপুর’ ছবির পর আবার তাঁকে শুধুমাত্র সেক্স কমেডি চরিত্রের প্রস্তাব দেওয়া হয়। এই ধরনের একঘেয়ে চরিত্র পেয়ে তিনি বিরক্ত হয়ে একের পর এক চরিত্র ফিরিয়ে দেন।
‘আন্ধাধুন’ ছবির সময় তাঁকে নাকের আদল বদলানোর কথা বলা হয়। রাধিকা এই মন্তব্যে অবাক হয়ে যান। তাঁর প্রশ্ন, কেউ কীভাবে একজনের শরীর নিয়ে এমন মন্তব্য করতে পারে? তবে রাধিকা প্রমাণ করেছেন, অভিনয় দক্ষতা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি বলিউডে নিজের জায়গা করে নিতে পেরেছেন।
রাধিকা আপটে কেবল নিজের প্রতিভার জোরে বলিউডে সফল হয়েছেন। তাঁর সাহসী বক্তব্য অনেক তরুণ অভিনেত্রীকে অনুপ্রেরণা দেবে, যারা নিজেদের শরীর নিয়ে নানা কটূক্তির শিকার হন।