‘…নতুন শুরু’র ইঙ্গিত দিয়ে কী বোঝালেন সামান্থা! তবে কী ফের প্রেমে পড়েছেন নায়িকা?

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর প্রেম জীবন নিয়ে গুঞ্জন নতুন নয়। গত কয়েক মাস ধরেই পরিচালক রাজ নিদিমুরুর সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা শোনা যাচ্ছিল। এমনকী, পরিচালকের সঙ্গে সামান্থার কিছু ছবিও প্রকাশ্যে এসেছিল। তবে এবার সামান্থার সাম্প্রতিক একটি পোস্ট বিনোদন জগতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গুঞ্জন মহল বলছে, চার বছর আগে নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর এবার হয়তো নতুন সম্পর্কে জড়ালেন অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় তিনি ‘নতুন শুরু’-র ইঙ্গিত দিয়েছেন।

বিষয়টি একটু বিশদে দেখা যাক। সম্প্রতি সামান্থা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। সেই ছবিগুলোর মধ্যে একটিতে পরিচালক নিদিমুরুকেও দেখা গেছে। এই পোস্টটির ক্যাপশনেই সামান্থা লিখেছেন, “পথটা অনেকটা লম্বা ছিল। এবার আমরা এখানে। এবার নতুন শুরু।”

সামান্থার এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। অনুরাগীদের একাংশ মনে করছেন, পরিচালক নিদিমুরুর সঙ্গে সম্পর্কের কথাই হয়তো এভাবেই প্রাকাশ্যে এনেছেন অভিনেত্রী। তবে অন্য একটি সূত্র বলছে, সামান্থা সম্ভবত এই পোস্টের মাধ্যমে প্রযোজক হিসেবে তাঁর নতুন যাত্রার কথা ঘোষণা করেছেন, এবং সম্পর্কের গুঞ্জনটি শুধুই রটনা মাত্র।

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy