
স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘কথা’র মূল জুটি ছাড়াও বেশ কয়েকটি চরিত্র ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। তেমনই একটি অত্যন্ত প্রিয় জুটি হলেন ‘নীলাদ্রি’ এবং ‘প্রিয়া’। এই চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে সৌরভ চট্টোপাধ্যায় ও অলিভিয়া মালাকার। পর্দার তাঁদের রসায়ন দর্শকদের এতটাই পছন্দ যে, তা এবার বাস্তবের প্রেম নিয়ে জল্পনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই গুঞ্জনের সূত্রপাত অবশ্য নতুন নয়। কিছুদিন আগেই অভিনেত্রী অলিভিয়া মালাকার সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে নিজের ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছিলেন। সেই ছবির ক্যাপশনে তিনি শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘রব নে বানা দি জোরি’র একটি গানের কথা ব্যবহার করে লিখেছিলেন, ‘তুঝ মে রব দিখতা হে, ইয়ারা মে কেয়া কারু।’ অলিভিয়ার এই পোস্ট দেখে অনেকেই সেসময় ধরে নিয়েছিলেন যে, পর্দার বাইরেও সৌরভ এবং অলিভিয়া একে অপরের প্রেমে পড়েছেন।
যদিও সেই সময় এই গুঞ্জনকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে, একটি বিশেষ অনুষ্ঠানের জন্য তাঁদের এই ফটোশ্যুট করা হয়েছিল এবং অলিভিয়া তাঁর একজন খুব ভালো বন্ধু মাত্র। বন্ধুত্বের বাইরে তাঁদের মধ্যে অন্য কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।
তবে অনুরাগীদের জল্পনা থামেনি। সম্প্রতি অলিভিয়া ফের সৌরভের সঙ্গে তোলা আরও কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। এবার ছবির ক্যাপশনে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পঙক্তি ব্যবহার করে লেখেন, ‘নয় নয় এ মধুর খেলা, তোমায় আমায় সারাজীবন সকাল-সন্ধ্যাবেলা।’ আর এই পোস্ট দেখেই ভক্তদের মনে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।
অলিভিয়া এবং সৌরভের এই নতুন ছবিগুলির নিচে কমেন্ট বক্সে অনুরাগীদের নানান মন্তব্য দেখা যাচ্ছে। অনেকেই তাঁদের সম্পর্কের ব্যাপারে সরাসরি প্রশ্ন তুলেছেন। কেউ লিখেছেন, ‘কথার সেট এখন মনে হচ্ছে বৃন্দাবন হয়ে গিয়েছে।’ আবার কেউ প্রশ্ন করেছেন, ‘আচ্ছা এঁরা কি সত্যিকার জুটি?’ আরেকজন কৌতূহল প্রকাশ করে লিখেছেন, ‘কিছু বলব?’
তবে এবারের ছবিগুলি পোস্ট করার সময় অভিনেত্রী অলিভিয়া নিজেই ক্যাপশনে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, এই ছবিগুলি আসলে ‘কথা’ ধারাবাহিকের ৫০০ পর্ব পূর্ণ হওয়া উপলক্ষ্যে তোলা হয়েছে। পাশাপাশি, ‘নীলাদ্রি-প্রিয়া’ জুটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য তিনি দর্শকদের ধন্যবাদও জানিয়েছেন।
উল্লেখ্য, ‘কথা’ ধারাবাহিকে সৌরভ চট্টোপাধ্যায় ‘কথা’র দাদা ‘নীলাদ্রি’র ভূমিকায় অভিনয় করছেন, যিনি সরকারি চাকরি করেন। অন্যদিকে, অলিভিয়া মালাকার রয়েছেন ‘নীলাদ্রি’র স্ত্রী অর্থাৎ ‘কথা’র ননদ এবং ‘এভি’র পিসতুতো বোন ‘প্রিয়া’র চরিত্রে। পর্দায় তাঁদের স্বামী-স্ত্রীর রসায়ন দর্শকদের পছন্দের হলেও, সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে তাঁদের বাস্তবের সম্পর্ক নিয়ে জল্পনা আপাতত অব্যাহত।