
পরিচালক তথা অভিনেতা অনুরাগ কাশ্যপ মাঝেমধ্যেই তাঁর সোশাল মিডিয়া পোস্টের জন্য শিরোনামে আসেন। কিছুদিন আগেই মুম্বই ছেড়ে দক্ষিণে চলে যাওয়ার এবং চলচ্চিত্র জগৎ নিয়ে হতাশার কথা জানিয়েছিলেন তিনি। তবে এবার অনুরাগ যা বললেন, তা আগের কথার সঙ্গে একেবারেই বিপরীত।
সম্প্রতি X হ্যান্ডেলে অনুরাগ কাশ্যপ পোস্ট করে জানান, তিনি নিজের কাজ নিয়ে ভয়ানক ব্যস্ত। আগামী বছরের মধ্যেই তাঁর পাঁচটি প্রজেক্ট মুক্তি পেতে চলেছে। শুধু তাই নয়, তিনি যে শাহরুখ খানের থেকেও বেশি ব্যস্ত, সেই কথাও জানাতে ভোলেননি এই পরিচালক। হ্যাঁ, অনুরাগ কাশ্যপের বক্তব্য তেমনই।
‘গ্যাংস অফ ওয়াসেপুর’ খ্যাত এই পরিচালক বলেন, ‘আমি শহর পাল্টেছি, কিন্তু সিনেমা জগৎ ছেড়ে যাইনি। যাঁরা ভাবছেন আমি হতাশ হয়ে কাজ ছেড়ে দিয়েছি, তাঁদের উদ্দেশ্যে জানাই, আমি এখানেই আছি এবং এখন আমি শাহরুখ খানের থেকেও বেশি ব্যস্ত।’
পরিচালক আরও জানান, ‘২০১৮ সালের আগে আমার কোনও তারিখ ফাঁকা নেই। খুব শীঘ্রই আমার পাঁচটি সিনেমা মুক্তি পাবে। তিনটি এই বছর এবং বাকি দুটি সামনের বছরের শুরুতেই। আমি এতটাই ব্যস্ত যে তিনটি সিনেমা পরিচালনা করার প্রস্তাব ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি।’
প্রসঙ্গত, কিছুদিন আগে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ মুম্বই ছেড়ে চলে যাওয়া এবং বলিউড ইন্ডাস্ট্রির প্রতি তাঁর আর কোনও আশা না থাকার কথা জানিয়েছিলেন। এমনকি মুম্বইতে থাকলে তিনি আরও হতাশ হয়ে পড়বেন বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন। তবে এবার তাঁর মুখে শোনা গেল সম্পূর্ণ ভিন্ন সুর।
উল্লেখ্য, সম্প্রতি ‘ফুলে’ সিনেমায় সেন্সর বোর্ডের কাঁচি চালানো নিয়েও মুখ খুলেছিলেন এই পরিচালক। একটি সিনেমা শুধু সেন্সর বোর্ডের সদস্য ছাড়া ছোট ছোট গোষ্ঠীর মানুষ কীভাবে দেখে ফেলল, এবং কেন একটি সিনেমায় জাতিভেদ প্রথা দেখানো নিয়ে এত আপত্তি, সেই বিষয়েও প্রশ্ন তুলেছিলেন অনুরাগ কাশ্যপ।