‘আমরা তো ভাই-বোন…!’ ‘আশিক বানায়া আপনে’তে ইমরান হাসমি চুমু খেতেই বললেন তনুশ্রী? অবাক নায়ক!

২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ইরোটিক-থ্রিলার ‘আশিক বানায়া আপনে’ বলিউডে সাহসী দৃশ্যের নতুন ইতিহাস গড়ে দিয়েছিল। সিনেমার টাইটেল গান যেমন জনপ্রিয় হয়েছিল, তেমনই চর্চায় এসেছিল এর খোলামেলা দৃশ্যও। সেই দৃশ্যেই প্রথমবার জুটি বাঁধেন তনুশ্রী দত্ত ও ইমরান হাসমি।

দীর্ঘদিন পরে, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই শুটিংয়ের স্মৃতি ভাগ করে নিয়েছেন তনুশ্রী। আর তাঁর মন্তব্য ঘিরেই ফের আলোড়ন সৃষ্টি হয়েছে বি-টাউনে।

তনুশ্রী বলেন,“বলিউডে তখন আমার একেবারে শুরু। ইমরান হাসমির নাম জানতাম—সিরিয়াল কিসার বলে পরিচিত। প্রথম দিনেই শুট ছিল টাইটেল গানের সেই দৃশ্য। আমি রীতিমতো নার্ভাস হয়ে পড়ি। বিষয়টা জানিয়ে দিই পরিচালককে। তখন পরিচালকই আমাকে পরামর্শ দেন—যখন ইমরান চুমু খাবে, তোমার শরীরে হাত দেবে, তখন মনে মনে ভেবে নিও,ইমরান আসলে তোমার ভাই। তোমরা আসলে খেলা করছ!

তনুশ্রীর এই মন্তব্য পৌঁছায় ইমরানের কাছেও। প্রতিক্রিয়ায় তিনি বলেন,“আমি সত্যিই জানতাম না এমন কিছু হয়েছিল। তবে এটা খুবই শিশুসুলভ মন্তব্য। কীভাবে উত্তর দেব বুঝতে পারছি না। এটা নিশ্চয়ই মজার ছলে বলা হয়েছে।”

সেই সময় ‘আশিক বানায়া আপনে’-র গান ও দৃশ্য নিয়ে যেমন প্রশংসা হয়েছিল, তেমনই সমালোচনাও হয়েছিল বিস্তর। এখনকার দিনে যেখানে ইরোটিক কনটেন্ট সহজেই মোবাইল স্ক্রিনে পৌঁছে যায়, তখন সিনেমার পর্দায় এই দৃশ্য ছিল একপ্রকার ঝড় তোলা সিদ্ধান্ত।

তবে এই গানই তনুশ্রী ও ইমরান—উভয়ের কেরিয়ারে স্মরণীয় হয়ে থেকেছে।

Related Posts

© 2025 News - WordPress Theme by WPEnjoy