৪৭০০০ হাজার টাকার পোশাকে নেট দুনিয়ায় হাজির এই তারকা, ছবি পোস্ট করে আবারও ভাইরাল নোরা ফাতেহি

নোরা ফাতেহি এই মুহূর্তে বি-টাউনের অন্যতম এক তারকা। তিনি সবার কাছে ‘দিলবার গার্ল’ নামেও পরিচিত। সোশ্যাল মিডিয়ায় তার অনেক জনপ্রিয়তা। যখনই যা শেয়ার করেন তা সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি প্রকাশ করা নোরার কিছু ছবি তাক লাগিয়েছে ভক্তদের। নোরা ফাতেহি ৪৭০০০ হাজার টাকার পোশাকে হাজির হয়েছেন নেট দুনিয়ায়।

সেসব ছবিতে নোরাকে ব্র্যালেট এবং সি-থ্রু লেগিংসে চমৎকার দেখাচ্ছিল। নোরা মুগলারের ব্র্যান্ডের সি-থ্রু লেগিংসসহ একটি কালো ক্রপড টপ পরেছিলেন। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতেই ভাইরাল হয়েছে।

ইন্সটাগ্রামে ভক্তদের মন্তব্যে ভাসছে নোরা। ছবির সঙ্গে একটি ক্যাপশনে লিখেছেন, ‘পরবর্তী’। তার এমন ক্যাপশনে আসন্ন প্রকল্পের ইঙ্গিতও দিয়েছেন তিনি।

এদিকে নোরাকে বর্তমানে ‘মের্জি পেস্টনজি’ এবং নীতু সিংয়ের সাথে ‘ডান্স দিওয়ানে জুনিয়র’র মঞ্চে বিচারক হিসেবে দেখা যাচ্ছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy