সেই দম্পতিকে বাবা-মা মানতে নারাজ ধানুশ, আইনি নোটিশ পাঠালেন ওই দম্পতিকে

দক্ষিণী সুপারস্টার ধানুশের আসল বাবা-মা নাকি মাদুরাইয়ের এক দম্পতি! এমনটিই দাবি করেছেন ভারতের তামিলনাড়ু রাজ্যের ওই বৃদ্ধ দম্পতি। এমন পরিস্থিতিতে পাল্টা আইনিব্যবস্থার দিকে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা।

গত বছরের শেষ দিকে মাদ্রাজ হাইকোর্টে এক বৃদ্ধ দম্পতি ধানুশকে নিজেদের সন্তান বলে দাবি করে ৬৫ হাজার টাকা মাসিক খোরপোশ চেয়েছিলেন। এ মামলায় ধানুশকে হাজিরার নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। এবার নড়চড়ে বসলেন অভিনেতাও।

ধানুশ ও তার বাবা কস্তুরি রাজা আইনি নোটিশ পাঠিয়েছেন মাদুরাইয়ের ওই দম্পতিকে। নোটিশে জানানো হয়েছে, ধানুশকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন দাবি বন্ধ করুক তারা। তার বাবা কস্তুরি রাজ জানিয়েছেন, ধানুশ তার সন্তান। ওই বৃদ্ধ দম্পতির মামলার কারণে বদনামের মুখে পড়তে হচ্ছে পুরো পরিবারকে। এতে ধানুশের সম্মানহানি হচ্ছে।

ধানুশকে নিজেদের সন্তান বলে দাবি করে ভুল কাজ করেছেন এমনটি জানিয়ে ওই দম্পতিকে এক প্রেস বিবৃতি দেওয়ার কথা জানিয়েছেন ধানুশ ও তার বাবা। তেমনটা না ঘটলে ওই দম্পতির বিরুদ্ধে ১০ কোটি টাকা মানহানির মামলা করবেন তারা। এমনটিই লেখা রয়েছে ওই আইনি নোটিশে।

কী ঘটেছিল?

মাদুরাইয়ের অবসরপ্রাপ্ত সরকারি বাস কন্ডাক্টর কাথিরেশন ও তার স্ত্রী মিনাক্ষী গত বছরের শেষে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়ে জানান, তারা দক্ষিণী তারকা ধানুশের বায়োলজিক্যাল বাবা-মা। তাদের তিন সন্তানের একজন ধানুশ। অথচ সহায়-সম্বলহীন বাবা-মায়ের দায়িত্ব নিতে অস্বীকার করছেন তিনি। চিকিৎসার জন্য মাসিক ৬৫ হাজার টাকা খরচ দাবি করেন ওই দম্পতি। সেই বিলের ব্যয়ভার বহন করতে হবে ধানুশকে, এমনটিই আবেদন জানায় ওই দম্পতি।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ধানুশ। দিন কয়েক আগেই বিয়ে ভাঙা নিয়ে আলোচনায় ছিলেন তিনি। এবার তার নাম জড়াল আরও এক আইনি ঝামেলায়।

Related Posts

© 2025 News - WordPress Theme by WPEnjoy