কান চলচ্চিত্রের ৭৫তম আসরে প্রদর্শিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব : দ্য মেকিং অব অ্যা নেশন’র ট্রেলার। সিনেমাটি পরিচালনা করছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল।
ট্রেলারটি প্রদর্শিত হয়েছে উৎসবের ভারতীয় প্যাভেলিয়ন থেকে। সেখানে উপস্থিত ছিলেন শেখ মুজিব চরিত্রে অভিনয় করা বাংলাদেশি অভিনেতা আরেফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। ট্রেলার দেখে তাদের শুভেচ্ছা জানাতে আসেন উৎসবে ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকা বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। ১৯ মে ছিল তার জন্মদিন।
এ নিয়ে সাতবার কানসৈকতে জন্মদিন কাটল তার! ভারতীয় প্যাভিলিয়নের মঞ্চে ‘মুজিব : দ্য মেকিং অব অ্যা নেশন’ ছবির ডিজিটাল পোস্টারের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময়ও কাটান নওয়াজুদ্দিন। তাকে দেখেই জন্মদিনের শুভেচ্ছা জানান আরিফিন শুভ ও তিশা। তিনজন মিলে আলোকচিত্রীদের সামনে পোজ দিয়েছেন।