২০০৭ সালে বক্স অফিসে সাড়া ফেলেছিল ‘ভুলভুলাইয়া’। তারই সিকুয়েল ‘ভুলভুলাইয়া টু’ এখন বক্স অফিস মাতাচ্ছে। তিন দিনে ছবিটি আয় করেছে ৫৫ কোটি টাকা।
প্রথম দিন এই ছবি ব্যবসা করেছিল ১৪.১১ কোটি টাকার। দ্বিতীয় দিন ১৮.৩৪ কোটি টাকা ব্যবসা করেছে ছবিটি। তৃতীয় দিন রবিবারে এই আয় আরও বেড়ে দাঁড়িয়েছে ২২ থেকে ২৩ কোটি টাকাতে।
হিন্দি ছবির দুর্দিনে ‘ভুলভুলাইয়া টু’ আশার আলো দেখাচ্ছে বলিউডকে। বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের এই হরর কমেডি ছবি মুক্তির প্রথম দিন থেকেই বক্স মাতাচ্ছে। তবে সমালোচকদের কাছে খুব একটা সমাদৃত হয়নি এই ছবি। ‘ভুলভুলাইয়া টু’ ১০০ কোটির ক্লাবে পৌঁছানোর প্রত্যাশা করছেন ছবির নির্মাতা ও ট্রেড অ্যানালিস্টরা।
কার্তিক আরিয়ান ছাড়াও ‘ভুলভুলাইয়া টু’ ছবিতে আছেন কিয়ারা আদভানি, টাবু্, রাজপাল যাদব ও সঞ্জয় মিশ্রা।