বিবাহবার্ষিকীতে স্ত্রীর উদ্দেশে বলিউড সুপারস্টার অনিল কাপুরের খোলা চিঠি

৩৮ বছর হয়ে গেল সাত পাকে বাঁধা পড়েছেন দুজনে। তিন ছেলে-মেয়েও বড় হয়ে গেছে। তবু আজও স্ত্রীকে চোখে হারান বলিউড সুপারস্টার অনিল কাপুর। সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল বিবাহবার্ষিকীর দিনে।

১৯৮৪ সালের ১৯ মে সুনীতা ভাবনানিকে বিয়ে করেছিলেন ‘তেজাব’-এর নায়ক অনিল। আলাপ থেকে প্রেম তারও আগে। প্রায় পাঁচ দশক একসঙ্গে কাটিয়েও যে আশ মেটে না! ৩৮ বছরে এই প্রথম সুনীতার থেকে দূরে থেকে তাই দিন যেন কাটতেই চায়নি অনিলের। সে আবেগই শেয়ার করেন ইনস্টাগ্রামে। সুনীতাকে লেখা এক খোলা চিঠিতে।

ইনস্টাগ্রামে দুজনের ভালোবাসায় মোড়া এক ছবি দিয়ে অনিল লেখেন, ‘শুভ বিবাহবার্ষিকী আমার জীবনের সর্বস্ব, সুনীতা! প্রার্থনা করি সবাই আমাদের মতো ভালোবাসায় বাঁচুক। তোমার সঙ্গে প্রত্যেক বছর বয়স বাড়ার সুযোগ পাওয়া আমার সৌভাগ্য। তিন-তিন জন এত আদরের, এত স্বাধীন মনের সন্তানকে আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।’

আরও লেখেন, ‘তুমিই আমার মনের মতো বাড়ি, সেই বাড়িতেই আমার হৃদয়। ৩৮ বছরে এই প্রথম তোমার থেকে দূরে থাকা। বড্ড যেন কঠিন। দিন, ঘণ্টা, মিনিট, সেকেন্ড গুনছি। কখন তোমার সঙ্গে তোমার পছন্দের জায়গায় আবার দেখা হবে! মনে পড়ছে তোমাকে। ভীষণ ভালবাসি।’

বিয়ের এত বছর পরও স্ত্রীর প্রতি ‘মিস্টার ইন্ডিয়া’র এমন অটুট ভালোবাসায় আবেগে ভেসেছে সারা ভারত। ভালোবাসার উপহার হিসেবে ফিরতি চিঠি দিয়েছেন স্ত্রী সুনীতাও। প্রেমে-আবেগে, স্বামীকে মনে করিয়ে দিয়েছেন তাদের বন্ধুত্বে মোড়া দাম্পত্যের মিষ্টি আবেশ।

ইনস্টাগ্রামে অনিল-ঘরনিও লিখেছেন, ‘তুমিই আমার প্রিয়তম বন্ধু, আমার মানুষ-ডায়েরি, আমার অর্ধেক জীবন। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, ভালোবাসা, স্বপ্ন আর রোমাঞ্চ, সব আমাদেরই!’

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy