পান মশলার প্রচার করে আইনি ঝামেলায় শাহরুখ-অজয়-অমিতাভ-রণবীর

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অজয় দেবগণ এবং রণবীর সিংহ- বলিউডের তিন প্রজন্মের এই চার সুপারস্টারের বিরুদ্ধে একই সঙ্গে পিটিশন দায়ের করা হয়েছে ভারতের বিহারের হাইকোর্টে। ভারতীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, সম্প্রতি বিহার হাইকোর্টে দায়ের হওয়া এক জনস্বার্থ পিটিশনে বলা হয়েছে, গুটখা এবং তামাকের প্রচার চালাচ্ছেন অমিতাভ, শাহরুখ, অজয় ও রণবীর। চার তারকাই বিভিন্ন পানমশলার বিজ্ঞাপনে যুক্ত ছিলেন।

তাঁদের দেখে যুব সমাজ উদ্বুদ্ধ হয়ে থাকে বলেই এই অভিযোগ।

বেশ অনেক বছর ধরেই এক পানমশলা প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর অজয় দেবগণ। সম্প্রতি সেই ব্র্যান্ডের আরেক মুখ হয়েছেন শাহরুখও। বিগ বি নিজেও এক পানমশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনী মুখ হিসেবে চুক্তি সই করেন। তা নিয়ে শোরগোল শুরু হওয়ার পরেই সংস্থা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু তারপরও সেই বিজ্ঞাপন সম্প্রচারিত হওয়ায় ওই সংস্থার সঙ্গে আইনি লড়াই লড়ছেন অমিতাভ। একই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন রণবীরও।

সংবাদমাধ্যমটি আরো বলছে, আদালতে এই মামলাটি দায়ের করেছেন সমাজকর্মী তমান্না হাশমি নামের একজন। তাঁর অভিযোগ, তারকাদের করা এই বিজ্ঞাপন সাধারণ মানুষকে ক্ষতিকর পণ্যগুলোর দিকে আরো আকৃষ্ট করছে। এ ক্ষেত্রে তারকারা তাঁদের জনপ্রিয়তার অপব্যবহার করছেন। তিনি চান এই চার সেলিব্রিটির বিরুদ্ধে এফআইআর করুক পুলিশ।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy