কোনও পার্শ্বচরিত্রে নয়, হলিউড সিনেমার হিরো হচ্ছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি

এই মুহূর্তে কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। সেখান থেকেই নিজের একটি বড় ঘোষণা দিলেন তিনি। জানালেন এবার হলিউড সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে তাকে।

কান চলচ্চিত্র উৎসবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই তাকে প্রশ্ন করা হয় পরের সিনেমা নিয়ে।

তখন তিনি জানান, এর পরে আমেরিকার সিনেমাতে দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘লক্ষ্মণ লোপেজ’। বড়দিনের থিমের উপর বানানো এই সিনেমা। সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন রোবের্তো গিরল্ট।

আরও জানান, কোনও পার্শ্বচরিত্রে নয়, নওয়াজকে এই সিনেমাতে দেখা যাবে একেবারে প্রধান চরিত্রেই।

নওয়াজ জানিয়েছেন, এমন একটি সিনেমা তার কাছে পুরোপুরি নতুন। তাই এই ধরনের সিনেমাতে অভিনয় করার সুযোগ পেয়ে তিনি খুবই আনন্দিত।

পরিচালক সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, রোবের্তোর কাজ দেখে তার ভালো লেগেছে। কাজ দেখেই তার মনে হয়েছে, ক্যামেরার উপর তার অসাধারণ দখল রয়েছে। চিত্রনাট্য নিয়েও পরীক্ষানিরীক্ষা করতে তিনি পছন্দ করেন।

কেমন চরিত্রে দেখা যাবে তাকে? এই প্রশ্নের উত্তরে নওয়াজ অবশ্য পুরোটা খুলে বলেননি।

শুধু বলেছেন, চিত্রনাট্য শুনে তার মনে হয়েছে, অভিনেতা নওয়াজের একটা অচেনা দিক এই সিনেমা থেকে দেখতে পাবেন দর্শক। শুধু তাই নয়, তার নিজের একটি স্পর্শকাতর দিকও ধরা পড়বে এই সিনেমার কাজ থেকে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy