কানে ঐশ্বরিয়ার দ্যুতি, উৎসবে অংশ নিয়েছেন দীপিকা পাড়ুকোন

দুই দশক ধরে কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত মুখ ঐশ্বরিয়া রাই। মূলত আন্তর্জাতিক প্রসাধনী পণ্যের শুভেচ্ছাদূত হিসেবেই কানে হাজির হন তিনি। কানে অংশ নেওয়া তারকাদের মধ্যে বরাবরই আলোচনায় থাকেন তিনি। তার ফ্যাশনের প্রশংসাও হয় প্রচুর, তবে মাঝে মাঝে ট্রলও হয়। মা হওয়ার পর মুটিয়ে যাওয়ার পরও ট্রলের শিকার হয়েছিলেন তিনি। কিন্তু তিনি কখনই এসবে পাত্তা দেননি।

এ বছর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবেও সমহিমায় হাজির হন এ বিশ্বসুন্দরী। এরইমধ্যে বিভিন্ন লুকে কানের লালগালিচায় দেখা গেছে তাকে। তার ফ্যাশনও নজর কেড়েছে সবার।

এবার স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যাকে নিয়ে কানে পাড়ি জমিয়েছেন ঐশ্বরিয়া রাই। কানে প্রথম দিন ডলসে ও গাবানার নজরকাড়া কালো গাউন পরেছিলেন তিনি। গৌরব গুপ্তার ডিজাইন করা গোলাপি পোশাক পরেও নজর কেড়েছেন তিনি।

এ বছর ঐশ্বরিয়া ছাড়াও কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন দীপিকা পাড়ুকোন। তিনি এবার কানের অন্যতম বিচারক। এছাড়াও কানে অংশ নিয়েছেন হিনা খান, পূজা হেগড়ে, আর মাধবন, এ আর রহমান, হেলি শাহ, তামান্না ভাটিয়া।

২০০২ সালে দেবদাস ছবিটি নিয়ে শাহরুখ খান ও সঞ্জয় লীলা বানশালির সঙ্গে প্রথম কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন ঐশ্বরিয়া।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy