‘আমায় একটা চুমু খাও’! বাসর রাতেই স্বামী কাঞ্চনের কাছে ‘ছোট্ট’ আবদার শ্রীময়ীর

শনিবার সন্ধ্যায় জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সাত পাকে বাঁধা পড়লেন দুজনে। দক্ষিণ কলকাতার একটি বাসায় বসেছিল বিয়ের আসর। পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই চার হাত এক হয়েছে। আগামী ৬ মার্চ পার্ক স্ট্রিটের এক ব্যাঙ্কোয়েটে হবে রিসেপশন।

শুভদৃষ্টি, মালাবদল, সাত পাক, সিঁদুরদান— একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে হয়েছে। বিয়ের মেনুতেও রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। কাঞ্চন এবং শ্রীময়ীর সাজেও স্পর্শ রয়েছে সাবেকিয়ানার ।

লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, শোলার মুকুট আর ফুলের সাজে শ্রীময়ী সেজেছেন মনের মতো করে। বরের সাজও কম জমকালো নয়। ধুতি আর ভারী কাজ করা পাঞ্জাবিতে কাঞ্চনও পাল্লা দিয়েছেন। বিয়ের বেনারসি নিজেই নকশা করেছেন শ্রীময়ী।

বাসর রাতের কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী। যেকানে তাঁকে দেখা গেল বন্ধুরা ঘিরে রয়েছে। সকলেই মস্তির মুডে। এরই মাঝে কাঞ্চনকে চলে যেতে দেখে শ্রীময়ী বলে ওঠে, ‘এই শোনো শোনো কেমন লাগছে আমাকে?’ যাতে বর প্রশংসা করতেই আনন্দে একেবারে গদগদ শ্রীময়ী। আবদার করে বসেন, ‘তাহলে একটা চুমু খাও’।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy