আবেদনময়ী লুকে ক্যামেরায় ধরা পড়লেন এই বলিউড তারকা

এবারের কান উৎসব দীপিকা পাড়ুকোনের জন্য অন্য রকম পাওয়া। ৭৫তম এই আয়োজনে অফিশিয়াল শাখায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। উৎসব শুরুর পর থেকে ঘুরেফিরেই তাঁকে আসতে হয়েছে লালগালিচায়। কানের ক্যামেরায় আবেদনময়ী রূপে ধরা পড়লেন এই বলিউড তারকা।

কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো বিচারকের দায়িত্ব পালন করছেন দীপিকা পাড়ুকোন। গত ২৬ এপ্রিল বিচারকের তালিকায় নাম দেখে চমকে যান এই অভিনেত্রী। কানের ওয়েবসাইটে এই অভিনেত্রীকে পরিচয় করিয়ে দেওয়া হয় ভারতের অভিনেত্রী ও প্রযোজক হিসেবে।

এবারের কানের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন ভিনসেন্ট লিন্ডন। তাঁর সঙ্গে থাকা আট জুরি সদস্যের একজন দীপিকা।

উদ্বোধনীয় অনুষ্ঠানে লালগালিচায় নজর কাড়েন দীপিকা। দীপিকা পাড়ুকোন ছাড়া এর আগে ভারত থেকে কানের বিভিন্ন শাখায় জুড়ি সদস্য হিসেবে আমন্ত্রিত হয়েছেন মিরা নায়ার, শর্মিলা ঠাকুর, বিদ্যা বালান, নন্দিতা দাস, শেখর কাপুর, ঐশ্বরিয়া রায় প্রমুখ। কিন্তু জুরিদের মধ্যে আবেগময় রূপে ছবি প্রকাশ করে নজর কেড়েছেন দীপিকা।

দীপিকাদের রায়েই ২৮ মে দেওয়া হবে পামদরসহ অফিশিয়াল শাখার গুরুত্বপূর্ণ পুরস্কার। সাজে ভারতের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা ছিল এই অভিনেত্রীর। এবার বিচারকদের মধ্যে চারজন নারী, চারজন পুরুষ। বিশ্বের চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে কানের জুরিদের সম্মান অন্য উচ্চতায়। দীপিকাই শুধু নন, ঐশ্বরিয়া রায়, অভিষেক বচ্চন, নওয়াজুদ্দিন সিদ্দিকী, পূজা হেগড়েসহ অনেকেই কান রাঙিয়েছেন

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy