ভারতে আবারও চোখ রাঙাচ্ছে নভেল করোনাভাইরাস। একশ নয় দিন পর সবশেষ ২৪ ঘণ্টায় দৈনিক কোভিড-১৯ সংক্রমণ ১০ হাজারের গণ্ডি পার করল।
আজ বৃহস্পতিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন। সংক্রমণের হার বুধবারের তুলনায় ৩৮ দশমিক ৪ শতাংশ বেশি।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় কোভিডে সে দেশে প্রাণ হারিয়েছে ১১ জন এবং সুস্থ হয়েছে সাত হাজার ৬২৪ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৬৫।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে—মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ ও গুজরাটে সংক্রমণ বাড়ছে। গতকাল বুধবার মহারাষ্ট্রে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা চার হাজার ২৪। দিল্লিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ১৩৭৫ জন।
গত কয়েক দিনের তুলনায় পশ্চিমবঙ্গেও কোভিড সংক্রমণ বাড়ছে। গতকাল বুধবার নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছে ২৩০ জন। তেলেঙ্গানায় গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ২০৫। গুজরাটে নতুন করে সংক্রমিত হয়েছে ১৮৪ জন।