ফের বাংলায় উর্ধমুখী করোনা গ্রাফ। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৪২৪ জন। পজিটিভ রেট বেড়ে হয়েছে ১২.৭৪ শতাংশ। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। সব মিলিয়ে বাংলায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২১ হাজার ২১৮ জন।
মৃত্যু হার ১.০৫ শতাংশ। এমন অবস্থায় ফের বাড়ছে প্রশাসনিক উদ্বেগ। মুখ্যমন্ত্রী মমতা ইতিমধ্যে সকলকে মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন। বিশেষজ্ঞরা আশংকা করছেন করোনার চতুর্থ ঢেউয়ের।
প্রসঙ্গত, কিছুটা স্থিমিত হলেও দেশজুড়ে এখনো রয়েছে করোনা প্রকোপ। মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও উঠে গেছে নিষেধাজ্ঞা। ফলে প্রতিদিনিই বিভিন্ন স্টেষনে বাড়ছে ভিড়। বিশেষ করে কলকাতার মতোই জনবহুল মহানগরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই প্রাথমিক অবস্থায় সরকার ও আমাদের সকলের উচিত প্রয়োজনীয় পদক্ষ্যেপ গ্রহণ করা নইলে শিয়রে ফের বিপদের আশঙ্কা।