CORONA: বাংলায় ১৫০% হারে বাড়লো করোনা, উদ্বেগ বাড়ছে প্রশাসনের

করোনার প্রকোপ আজ বাংলায় ১৫০ শতাংশ হারে বাড়লো। আর সেই কারণে উদ্বেগ বেড়েছে প্রশাসনের। আজ বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৫ জন। বুধবার সেই সংখ্যা ছিল ২৯৫ জন। সবচেয়ে প্রশাসনিক উদ্বেগ বাড়িয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরিস্থিতি।

এরফলে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ২৩ হাজার ৫৮৭ জন। অপরদিকে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ১৭১ জন। আর এরফলে বাংলায় করোনা থেকে মুক্ত হয়েছেন মোট ১৯ লক্ষ ৯৯ হাজার ৩৫৫ জন।

প্রসঙ্গত, কিছুটা স্থিমিত হলেও দেশজুড়ে এখনো রয়েছে করোনা প্রকোপ। মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও উঠে গেছে নিষেধাজ্ঞা। ফলে প্রতিদিনিই বিভিন্ন স্টেষনে বাড়ছে ভিড়। বিশেষ করে কলকাতার মতোই জনবহুল মহানগরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই প্রাথমিক অবস্থায় সরকার ও আমাদের সকলের উচিত প্রয়োজনীয় পদক্ষ্যেপ গ্রহণ করা।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy