CORONA: ফের বাড়ছে করোনা, কেমন আছে আজকের ভারত (৮ জুলাই ২০২২)

ফের ভারতে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ১৮ হাজার ৮১৫ জন। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২২ হাজার ৩৩৫ জন। যা আগের দিনের তুলনায় ২ হাজার ৮৭৮ জনের বেশি। এক্টিভ কেসের হার ০.২৮ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৪.৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৮ জনের।

করোনা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র ও বাংলারভ করোনা গ্রাফ। দেশের এমন পরিস্থিতিতে ফের আংশিক লকডাউন জারি হতে পারে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, কিছুটা স্থিমিত হলেও দেশজুড়ে এখনো রয়েছে করোনা প্রকোপ। মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও উঠে গেছে নিষেধাজ্ঞা। ফলে প্রতিদিনিই বিভিন্ন স্টেষনে বাড়ছে ভিড়। বিশেষ করে কলকাতার মতোই জনবহুল মহানগরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই প্রাথমিক অবস্থায় সরকার ও আমাদের সকলের উচিত প্রয়োজনীয় পদক্ষ্যেপ গ্রহণ করা।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy