তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের ৬৫তম ‘বিস্ট’ সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ১৩ এপ্রিল। এ সিনেমা নিয়ে বিজয়ভক্তদের ব্যাপক প্রত্যাশা থাকলেও বক্স অফিসে খুব একটা ঝড় তুলতে পারেনি। এর অন্যতম কারণ, পরের দিন মুক্তি পেয়েছে কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ‘কেজিএফ : চ্যাপ্টার টু’। এ সিনেমা বক্স অফিসে তুফান ছুটিয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবর, চার দিনে বিশ্ব বক্স অফিসে বিজয়ের ‘বিস্ট’ সংগ্রহ করেছে ১৫০ কোটির বেশি। মুক্তির চতুর্থ দিনে গতকাল সংগ্রহ করেছে ২৫ কোটির বেশি (গ্রস)।
অন্যদিকে, চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, ‘কেজিএফ : চ্যাপ্টার টু’র হিন্দি ভার্সন বক্স অফিসে গর্জন জারি রেখেছে। তিন দিনে সংগ্রহ ১৪৩.৬৪ কোটি।
ডিএনএ ইন্ডিয়ার খবর, বিশ্বব্যাপী বক্স অফিসে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’র সুনামি চলছে। থামাথামির কোনও লক্ষণ নেই। বিশ্বব্যাপী ৩০০ কোটির বেশি সংগ্রহ করেছে এ সিনেমা। প্রথম সপ্তাহান্তে ৫০০ কোটি (গ্রস) সংগ্রহ করতে পারে।
পরিচালক নেলসন দিলীপকুমারের ‘বিস্ট’ সিনেমায় বিজয়ের নায়িকা পূজা হেজ। সিনেমাটিতে বিজয় স্পেশাল এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন, যেখানে পাকিস্তানের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার গল্প আছে। এ সিনেমা তামিল, তেলেগু, হিন্দি, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে।
খবরে প্রকাশ, ১৫০ কোটি বাজেটের এই সিনেমায় থালাপতি বিজয় পারিশ্রমিক নিয়েছেন প্রায় ১০০ কোটি। তবে এ সিনেমা নিয়ে বিতর্ক উঠেছে। কুয়েত ও কাতারে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে।
বিজয়-পূজা ছাড়াও এ অ্যাকশন-কমেডি ড্রামায় অভিনয় করেছেন যোগী বাবু, অপর্ণা দাস, শাইন টম চাকো, জন বিজয়, ভিটিভি গণেশ, লিলিপুট ফারুকি, অঙ্কুর অজিত বিকলসহ অন্যরা। সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর।
অন্যদিকে, বিশ্বব্যাপী তেলেগু, হিন্দি, তামিল, মালয়ালাম ও কন্নড় ভাষায় রেকর্ড ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’, যেখানে শুধু ভারতের ছয় হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে।
‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হয়েছেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।
২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল। সাফল্যের ধারাবাহিকতায় এর তৃতীয় কিস্তিও নির্মাণ হবে, সেই ইঙ্গিত মিলেছে।