BOX OFFICE: ৪ দিনে ১০০ কোটির ক্লাবে মহেশ বাবুর সিনেমা, পর্দা কাঁপাচ্ছে দক্ষিণী সিনেমা

মুক্তির চার দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করেছে তেলেগু সুপারস্টার মহেশ বাবুর সিনেমা ‘সরকারু ভারি পাটা’।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে সংগ্রহ কমলেও সপ্তাহান্তে শতকোটির মাইলফলক স্পর্শ করেছে।

চার দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ‘সরকারু ভারি পাটা’র সংগ্রহ ১৩৩.৮০ কোটি (গ্রস)।

এর আগে তেলেগু ভাষার অন্যতম বৃহত্তম দৈনিক সাক্ষী পোস্ট দাবি করেছিল, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ‘সরকারু ভারি পাটা’ সংগ্রহ করে ৭৫ কোটি (গ্রস), যা ওই অঞ্চলের সিনেমার জন্য রেকর্ড সর্বোচ্চ সংগ্রহ। সিনেমাটি তেলেগু রাজ্যে, ভারতের অন্যান্য অংশে এবং বিদেশেও প্রচুর ব্যবসা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মিলিয়নের ঘরে হিট করেছে সিনেমাটি।

‘সরকারু ভারি পাটা’ সিনেমার মহেশ বাবুর নায়িকা কীর্তি সুরেশ। পরশুরাম পরিচালিত এ তেলেগু সিনেমা প্রযোজনা করছে মৈত্রী মুভি মেকার্স, জিএমবি এন্টারটেইনমেন্ট ও ১৪ রিলস প্লাস।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy