BOX OFFICE: ভক্তদের ভালোবাসায় ভাসছেন কার্তিক, বক্স অফিসে ১০০ কোটি ছাড়ালো ‘ভুল ভুলাইয়া ২’

কার্তিক আরিয়ানের বহুল আলোচিত সিনেমা ‘ভুল ভুলাইয়া ২’। ২০ মে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর থেকে ভালো ব্যাবসা করছে। ভক্তদের ভালোবাসায় ভাসছেন কার্তিক। তিনি দুর্দান্ত অভিনয় করেছেন ছবিটিতে।

কমেডি এবং হরর সিনেমাটি ভূষণ এবং মুরাদ খেতানি প্রযোজনা করেছেন। এতে কার্তিকের নায়িকা আদভানি। আরও অভিনয় করেছেন টাবু, রাজপাল যাদবের মতো তারকারা।

সিনেমাটি ২০০৭ এর অক্ষয় কুমার অভিনীত ‘ভুল ভুলাইয়া’র সিকুয়েল। প্রথম কিস্তির মতো দ্বিতীয়টিও দর্শক পেয়েছে হলে। মুক্তির ১০ দিনেরও কম সময়ে ১০০ কোটির ক্লাবে পৌঁছেছে সিনেমাটি।

এদিকে ‘ভুল ভুলাইয়া ২’ র পরে কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’, ‘ফ্রেডি’ সিনেমার কাজ চলছে। অন্যদিকে কিয়ারা আদভানির ‘জুগ জগ জিয়ো’, ‘গোবিন্দ মেরা নাম’ এবং ‘আরসি ১৫’- ছবিগুলোতে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy