BOX OFFICE: ফ্লপের পথে রণবীরের সিনেমা, ২ দিনে উপার্জন মাত্র ২০ কোটি

ব্যক্তিজীবনে বেশ ফুরফুরে সময় যাচ্ছে বলিউড তারকা রণবীর কাপুরের। কারণ, বাবা হতে চলেছেন তিনি। কিন্তু চলচ্চিত্র অঙ্গনে তাঁর পারফরম্যান্স হতাশ করেছে দর্শককে। তাঁর সদ্য মুক্তি পাওয়া সিনেমা ফ্লপ হওয়ার পথে।

বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, গত শুক্রবার (২২ জুলাই) মুক্তি পেয়েছে রণবীর কাপুর, বাণী কাপুর ও সঞ্জয় দত্ত অভিনীত সিনেমা ‘শমসেরা’। বাণিজ্য পূর্বাভাস, মুক্তির দ্বিতীয় দিনে শনিবার এ সিনেমা সংগ্রহ করেছে ৯.৮০ থেকে ১০.৬০ কোটি। সেই হিসাবে যশরাজ ফিল্মস প্রযোজিত এ সিনেমা দুই দিনে সংগ্রহ করেছে ২০.৬০ কোটি।

পোর্টালটি বলছে, একেবারেই অল্প সংগ্রহ দিয়ে শুরু হয়েছে সিনেমাটির যাত্রা। আর এ সংগ্রহ সিনেমাটির ভবিষ্যতে প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছে। যশরাজ ফিল্মসের সর্বশেষ সিনেমা ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর মতো ফ্লপ হওয়ার সম্ভাবনা রয়েছে এ সিনেমার। ৩৪.৫০ কোটি দিয়ে শেষ হতে পারে মুক্তির প্রথম সপ্তাহান্ত, যা বক্স অফিসে অত্যন্ত খারাপ ফল।

প্রতিবেদনে বলা হয়েছে, বক্স অফিসে ‘শমসেরা’র লাইফটাইম কালেকশন হতে পারে ৫০ থেকে ৫৫ কোটি। এমনও হতে পারে ৪৫ কোটির নিচে!

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক টুইট বার্তায় এ সিনেমাকে ‘এপিক ডিজাপয়েন্টমেন্ট’ আখ্যা দিয়েছেন। করণ মালহোত্রা পরিচালিত এ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বাণী কাপুর।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy